DA Hike for Central Govt employees: DA বাড়েনি ১৮ মাস, ‘বকেয়া’ নিয়ে কী বলছে কেন্দ্র?
DA Hike for Central Govt employees: মূল্যবৃদ্ধি সহ অন্যান্য পারিপার্শ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই বাড়ানো হয় কর্মীদের মহার্ঘ ভাতা।
নয়া দিল্লি : চলতি অর্থবর্ষে যে দ্বিতীয়বার মহার্ঘভাতা বাড়তে চলেছে, এ কথা সবারই জানা। তবে, ঠিক কতটা বাড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। অর্থনীতির বিশ্লেষকরা বলছেন চলতি বছরের দ্বিতীয়ার্ধেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ভাল খবর আসতে চলেছে। তবে কর্মীদের মনে প্রশ্ন জাগছে বকেয়া নিয়ে। ২০২০ সাল থেকে ২০২১-এর জুন মাস পর্যন্ত কোনও ডিএ বাড়ায়নি কেন্দ্র। সেই ডিএ-র কী হবে?
২০২১-এর জুলাই মাসে ১১ শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছিল কর্মীদের। তারপর থেকে বছরে দু’বার করে বাড়ছে ডিএ। বর্তমানে ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কিন্তু ১৮ মাস ধরে যে ডিএ বাকি ছিল, সে ব্যাপারে কিছু শোনা যাচ্ছে না। করোনা পরিস্থিতিতে মহার্ঘ ভাতা বৃদ্ধি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই বকেয়া মেটানোর কোনও সম্ভাবনা আছে বলে শোনা যায়নি।
অন্যতম সরকারি কর্মীদের সংগঠনের সেক্রেটারি শিব গোপাল মিশ্র জানিয়েছেন, সরকারই ডিএ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। তাঁর দাবি, ওই সিদ্ধান্তে যে ক্ষতি হয়েছে, তা সরকারেরই পূরণ করা উচিত।
সাধারণত, সর্বভারতীয় সিপিআই-আইডব্লুর তথ্যের ওপর নির্ভর করে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়। গত মে মাস থেকেই এআইসিপি ইনডেক্স যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে কর্মীদের ডিএ বৃদ্ধি নিশ্চিত হয়েছে।
হিসেব বলছে ১৮ মাসের বাকি থাকা ডিএ যদি সত্যিই কর্মীদের অ্যাকাউন্টে একসঙ্গে জমা পড়ে তাহলে প্রায় দেড় লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা পড়বে।