Debit Card-এর ১৬ সংখ্যার নম্বরের অর্থ কী জানেন?

Debit Card: কার্ডের প্রথম ৬টি নম্বর হল ব্য়াঙ্ক আইডেন্টিফিকেশন নম্বর ও বাকি ১০টি নম্বর হল ইউনিক অ্যাকাউন্ট নম্বর।

Debit Card-এর ১৬ সংখ্যার নম্বরের অর্থ কী জানেন?
ডেবিট কার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 6:21 AM

নয়া দিল্লি: এখন প্রায় প্রত্যেকেই ডেবিট কার্ড (Debit Card) ব্যবহার করেন। ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে এই কার্ডের ওপরই নির্ভর করে আমজনতা। প্রতিটি কার্ডে থাকে ১৬টি নম্বর, যা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয়। সেই নম্বরের বিশেষ অর্থ আছে।

জানা যায়, কার্ডের প্রথম ৬টি নম্বর হল ব্য়াঙ্ক আইডেন্টিফিকেশন নম্বর ও বাকি ১০টি নম্বর হল ইউনিক অ্যাকাউন্ট নম্বর। এছাড়া কার্ডে থাকে এক বিশেষ হলোগ্রাম, যা নকল করা কঠিন। এছাড়া কার্ডের মেয়াদও লেখা থাকে কার্ডের উপরেই।

প্রথম নম্বরটি হল মেজর ইন্ডাস্ট্রি আইডেন্টিফায়ার। অর্থাৎ ব্যাঙ্ক, পেট্রোলিয়াম কোন ইন্ডাস্ট্রি, সেটা ওই নম্বরে বোঝা যায়। কার্ডের প্রথম ৬টি নম্বর সেই সংস্থাকে বোঝায়, যারা কার্ডটা ইস্যু করেছে। একে বলা হয় আইআইএন (IIN) বা ইস্যুয়ার আইডেন্টিফিকেশন নম্বর।

১৬ টি নম্বরের ৭ থেকে ১৫ তম সংখ্যা আসলে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত। ভয়ের কিছু নেই, এর থেকে গ্রাহকে অ্যাকাউন্ট নম্বর জানতে পারবেন না কেউ। আর বাকি থাকল ১৬ তম বা শেষ সংখ্যাটি। এটিকে বলা হয় চেক ডিজিট। এই নম্বর থেকে বোঝা যায় কার্ডটি বৈধ আছে কি নেই।

সুতরাং এই নম্বর একদিকে নিরাপত্তার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে অ্যাকাউন্টের সঙ্গে কার্ডের নম্বরের মিল আছে।