ফুটওয়্যার এবং টেক্সটাইলের উপর ১ জানুয়ারি থেকে বাড়বে না GST!
Increase Gst On Footwear Textiles: সূত্রের মতে, রাজ্যগুলির বক্তব্য এই সিদ্ধান্তের ফলে এই শিল্পের ৮৫ শতাংশের উপর খারাপ প্রভাব পড়বে। বর্তমানে ম্যানমেড ফাইবারের উপর ১৮ শতাংশ, ম্যানমেড ইয়ার্নের উপর ১২ শতাংশ দরে জিএসটি বসানো হতে পারে।
নয়া দিল্লি: ১ জানুয়ারি ২০২২ থেকে ফুটওয়্যার, ম্যান মেড ফাইবার আর ফেব্রিকসের উপর আগের থেকে বেশি জিএসটি বাড়তে চলেছে। কিন্তু এখন খবর আসছে এই সমস্ত পণ্যের উপর জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত হতে পারে। সূত্রের খবর অনুযায়ী, বেশকিছু রাজ্য এই বিষয়ে ক্ষুব্ধ। মনে করা হচ্ছে য়ে আগামিকাল হতে চলা জিএসটি মিটিংয়ে ক্ষুব্ধ রাজ্যগুলি এই বিষয়টি জোরকদমে তোলার প্রস্তুতি নিচ্ছে।
সিএনবিসি-র একটি রিপোর্ট অনুযায়ী, ফুটওয়্যার, টেক্সটাইলের উপর জিএসটি বাড়ানোর সিদ্ধান্তকে স্থগিত রাখা হতে পারে। সিএনবিসি-র অলোক প্রিয়দর্শী জানিয়েছেন জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত হতে পারে।
এখনও পর্যন্ত এত লাগত জিএসটি
এক জানুয়ারী থেকে এই দুই ক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি কর বসবে। অন্যদিকে এখন ১০০০ টাকার কম ফেব্রিক, ফুটওয়্যার পণ্যের উপর ৫ শতাংশ জিএসটি কর লাগে। এই কারণে মনে করা হচ্ছে যে জিএসটি কাউন্সিলের বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অলোক প্রিয়দর্শী আরও জানিয়েছেন, সূত্রের মতে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এই রাজ্যগুলির সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আর মনে করা হচ্ছে এই রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের জিএসটি বাড়ানোর সিদ্ধান্তকে ফিরিয়ে নেওয়ার দাবি তুলতে পারে।
সূত্রের মতে, রাজ্যগুলির বক্তব্য এই সিদ্ধান্তের ফলে এই শিল্পের ৮৫ শতাংশের উপর খারাপ প্রভাব পড়বে। বর্তমানে ম্যানমেড ফাইবারের উপর ১৮ শতাংশ, ম্যানমেড ইয়ার্নের উপর ১২ শতাংশ দরে জিএসটি বসানো হতে পারে।
সাধারণ গ্রাহকদের কী লাভ হবে
যদি এই দুই শিল্পের ক্ষেত্রে জিএসটি না বাড়ে তাহলে তার সোজা ফায়দা হবে সাধারণ গ্রাহকদের। ১০০০ টাকা কম ফুটওয়্যার এবং ফেব্রিকের উপর ৫ শতাংশ জিএসটি দিতে হয়। এমনকি শিল্প ক্ষেত্রে ব্যবহৃত কিছু কেমিক্যালের উপরও ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। অন্যদিকে ফাইনাল প্রোডাক্টের উপর কম জিএসটির কারণে ইন্ডাস্ট্রি রিফান্ড আটকে যায়। সহজ কথায় বললে এই সমস্ত পণ্যে জিএসটি দর না বাড়লে তার সোজা ফায়দা হবে সাধারণ গ্রাহকদের। যদি জিএসটি দর বাড়ানো হয় তাহলে গ্রাহকদের এই পণ্যগুলি কিনতে পকেট থেকে বেশি খরচ করতে হবে।
আরও পড়ুন: Gold-Silver Rate Today: সস্তা হল সোনা রুপোর দাম, একদিনে কমল ৬৯৯ টাকা