Senior Citizen Concession In Rail : রেল টিকিটে ফিরছে ছাড়! মুখে চওড়া হাসি প্রবীণ নাগরিকদের
Senior Citizen Concession In Rail : করোনাকালে ট্রেনে প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে ছাড় বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ফের প্রবীণ নাগরিকদের জন্য ফিরতে চলেছে রেলের টিকিটে ছাড়।
নয়া দিল্লি : প্রবীণ নাগরিকদের জন্য় সুখবর। দূরপাল্লার ট্রেনে প্রবীণ নাগরিকদের জন্য ফিরতে পারে ছাড়। একরকম বিরোধী ও জনসাধারণের সমালোচনার মুখে পড়েই রেল নিজেদের সিদ্ধান্ত বদল করতে পারে বলে জানা গিয়েছে। তবে নির্দিষ্ট কয়েকটি শ্রেণির ক্ষেত্রেই এই ছাড় মিলতে পারে। এবং ছাড়ে দেওয়ার বয়সসীমায় আসতে পারে পরিবর্তন।
আগে ট্রেনে সব শ্রেণির কামড়াতেই ছাড় মিলত। ছাড় ফিরলেও এবার থেকে সেই নিয়মে বদল আসতে পারে। এখন কেবলমাত্র জেনারেল ও স্লিপার ক্লাসের ক্ষেত্রেই ফিরতে পারে প্রবীণ নাগরিকদের জন্য ছাড়। সেরকম বদলে যেতে পারে ছাড় পাওয়ার জন্য বয়সসীমাতেও। আগে মহিলারা ৫৮ বছর ও পুরুষরা ৬০ বছর হলে রেলের এই ছাড় পেতেন। কিন্তু এখন ৭০ বছর হলে তবেই মিলতে পারে ছাড়। তবে আপাতত সকল যাত্রীকেই পুরো ভাড়া দিয়ে রেলের টিকিট বুক করতে হবে।
এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘আমরা বুঝতে পারছি যে এই ছাড়ে প্রবীণ নাগরিকরা উপকৃত হবেন। আমরা কোনওদিন বলিনি যে, আমরা পুরোপুরি এই ছাড় দেওয়া বন্ধ করে দিচ্ছি। আমরা এটি পর্যালোচনা করছি এবং এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।’ কোভিড মহামারির সময় ২০২০ সালেই রেলের তরফে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় বাতিল করা হয়েছিল। সম্প্রতি সংসদে একটি প্রশ্নের জবাবে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, এই মুহূর্তে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় ফেরানোর কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। কারণ কোভিড অতিমারির সময় রেলের যথেচ্ছ লোকসান হয়েছে। রেলের তরফে জানানো হয়েছিল যে, নির্দিষ্ট দামের অনেক কম মূল্যেই যাত্রীরা ট্রেনে যাত্রা করতে পারেন। তাই আলাদা করে ছাড়ের পরিকল্পনা নেই কেন্দ্রের। তবে বিরোধীরা কেন্দ্রের এই পরিকল্পনার সমালোচনা করেন। প্রশ্ন তোলেন সাংসদ ও প্রাক্তন সাংসদদের ট্রেনে যাত্রা বিনামূল্যে হলে প্রবীণ নাগরিকরা কেন ছাড় পাবেন না। মনে করা হচ্ছে, বিরোধীদের সমালোচনার মুখেই সিদ্ধান্ত বদল করতে পারে কেন্দ্র।