SBI : ইনস্ট্যান্ট লোন অ্যাপের জালিয়াতি থেকে সাবধান, SBI-র এই পরামর্শ মেনে চলুন

SBI : ইনস্ট্য়ান্ট লোন অ্যাপের মাধ্যমে জালিয়াতি দিন দিন বাড়ছে। এই জালে পা না দেওয়ার জন্য SBI-র তরফে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

SBI : ইনস্ট্যান্ট লোন অ্যাপের জালিয়াতি থেকে সাবধান, SBI-র এই পরামর্শ মেনে চলুন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2022 | 3:04 PM

প্রতিদিন আমাদের প্রত্য়েকের কাছেই কয়েকশো মেসেজ আসে। যার মধ্যে গাড়ি, বাড়ির জন্য ঋণ নেওয়ার জন্য আবেদনের বেশ কয়েক বার্তাও থাকে। সেইসব বার্তার সঙ্গে কোনও কোনও সময় লিঙ্কও থাকে। এই বার্তাগুলির মধ্যে বেশিরভাগই ভুয়ো। তাই এই ফাঁদে পা দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে সকল নাগরিককেই। নির্ঝঞ্ঝাট লোন দেওয়ার কথা বলা প্রলোভন দেখিয়ে তাঁরা মানুষের কষ্টে অর্জিত টাকা সাফাই করে নেয়।

এবার এই ধরনের জালিয়াতি থেকে গ্রাহকদের বাঁচানোর জন্য ৬ টি সুরক্ষার পরামর্শ দিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। কেউ তাড়াতাড়ি লোনের জন্য আবেদন করলে এই পরামর্শ মেনে চলা উচিত। সম্প্রতি SBI একটি টুইটে জানিয়েছে, ‘অনুগ্রহ করে কোনওরকম সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। এবং কোনও রকম ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানকে নিজের তথ্য ভেবেচিন্তে দিন।’

SBI-র দ্বারা শেয়ার করা সুরক্ষার পরামর্শ :

কোনও অ্য়াপ ডাউনলোড করার আগে সত্যতা যাচাই করে নিন।

কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।

আপনার তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনও অননুমোদিত অ্যাপ ব্যবহার করা এড়িয়ে চলুন।

চুরি হওয়া থেকে আপনার ডেটা সুরক্ষিত করতে অ্যাপের অনুমতি সেটিংস চেক করুন।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের কাছে সন্দেহজনক টাকা ধার দেওয়ার অ্যাপগুলি সম্বন্ধে রিপোর্ট করুন

আপনার সমস্ত আর্থিক প্রয়োজনের জন্য https://bank.sbi-এ যান৷