PF: পিএফ থেকে টাকা তুললে অবসরের পর পেনশন পাওয়া যায়? নিয়ম যা বলছে…
Pension: সবচেয়ে যে বিষয়টা ঘুরে ফিরে আসে, কোনও প্রয়োজনে পিএফ থেকে টাকা তুললে অবসরের পর পেনশন পাওয়া যাবে তো? নিয়ম কী বলছে? জেনে নেওয়া যাক...।
অনেকের মধ্যেই এই প্রশ্নটা আসে। বরং বলা ভালো চাকুরিজীবী বেশির ভাগ মানুষের মধ্যেই এই প্রশ্ন ঘোরাফেরা করে। পিএফ এবং পেনশন নিয়ে অনেকেই ধোঁয়াশায় থাকেন। সবচেয়ে যে বিষয়টা ঘুরে ফিরে আসে, কোনও প্রয়োজনে পিএফ থেকে টাকা তুললে অবসরের পর পেনশন পাওয়া যাবে তো? নিয়ম কী বলছে? জেনে নেওয়া যাক…।
কেউ যদি প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ থেকে টাকা তোলেনও, তাতেও তিনি পেনশন পাওয়ার যোগ্য। যে সমস্ত কর্মীরা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর আওতায় থাকেন, তাঁরা অবশরের পর পেনশন পাবেন। এর জন্য অবশ্য অন্তত ১০ বছর চাকরি করতে হবে।
প্রতি মাসেই প্রাথমিক বেতনের ১২ শতাংশ EPFO-তে যায়। এর মধ্যে ৮.৩ শতাংশ জমা হয় প্রভিডেন্ট ফান্ডে। বাকি ৩.৬৭ শতাংশ ইপিএফ স্কিমে জমা পড়ে। ইপিএফ স্কিমে থাকা এই টাকাই ম্যাচিওরিটির পর পেনশন হিসেবে দেওয়া হয়। বয়স ৫০ পেরিয়ে গেলে একজন ইপিএফ-এ থাকা কর্মী পেনশনের দাবি করতে পারেন।
আরও একটু জেনে নেওয়া যাক- যদি কোনও কর্মী বা চাকুরিজীবী ইপিএফও-তে অন্তত ১০ বছর টাকা জমা করেন, তিনি পেনশন পাওয়ার যোগ্য। এই পেনশন পাওয়া যায় ৫৮ বছর বয়সের থেকে। তবে ৫০ বছর হলেও পেনশনের টাকা তোলা যায়। সেক্ষেত্রে অবশ্য কিছুটা অংশ কেটে সেই অর্থ দেওয়া হয়। কোনও ব্যক্তি যদি ৫৮ বছরের আগেই পেনশন দাবি করেন, বার্ষিক ৪ শতাংশ কেটে তবে দেওয়া হবে। অবসরের পর ইপিএফ-এ জমা হওয়া টাকার ৭৫ শতাংশ একবারে দেওয়া হয় এবং বাকি ২৫ শতাংশ প্রতি মাসে পেনশন হিসেবে।