AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FD Rule Change: ফিক্সড ডিপোজিটের নিয়মে বড়সড় পরিবর্তন আনল RBI, জেনে নিন এখনই

Pre Mature Withdrawal: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হল, সর্বাধিক ১ কোটি টাকা অবধি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মেয়াদ পূরণের আগেই টাকা তুলে নেওয়া যাবে। অবিলম্বে এই নিয়ম কার্যকর হবে।

FD Rule Change: ফিক্সড ডিপোজিটের নিয়মে বড়সড় পরিবর্তন আনল RBI, জেনে নিন এখনই
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 7:40 AM
Share

নয়া দিল্লি: নির্দিষ্ট সময় বা মেয়াদ পূরণের আগে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) ভাঙলে বা উইথড্রল করার ক্ষেত্রে বদলে গেল নিয়ম। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) ফিক্সড ডিপোজিটের নিয়ম বদলের ঘোষণা করল। বর্তমানে ব্য়াঙ্কে ১৫ লক্ষ টাকা অবধি ফিক্সড ডিপোজিট মেয়াদ শেষ হওয়ার আগে তুলে নেওয়া যেত। এবার সেই অঙ্কটা বাড়িয়ে ১ কোটি টাকা করা হল।

এতদিন অবধি ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা বা তার কম অঙ্ক ফিক্সড ডিপোজিট বা ডোমেস্টিক টার্ম ডিপোজিট হিসাবে জমা রাখলেই একমাত্র প্রিম্যাচুওর উইথড্রল বা মেয়াদ পূরণের আগে টাকা তুলে নেওয়ার সুযোগ পাওয়া যেত। ১৫ লক্ষ টাকার বেশি টাকা ফিক্সড ডিপোজিটে রাখলে, তা মেয়াদ পূরণের আগে তুলে নেওয়া যেত না। এবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হল, সর্বাধিক ১ কোটি টাকা অবধি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মেয়াদ পূরণের আগেই টাকা তুলে নেওয়া যাবে। অবিলম্বে এই নিয়ম কার্যকর হবে।

এর পাশাপাশি নন-কলাবিলিটি অব ডিপোজিট, যেখানে প্রিম্যাচুওর উইথড্রলের সুযোগ থাকবে না, সেখানে ডিপোজিটের মেয়াদ, অঙ্ক ও সুদের হার ভিন্ন ধার্য করা যাবে।

এই নিয়ম নন-রেসিডেন্ট রুপি ডিপোজিট ও অর্ডিনারি নন-রেসিডেন্ট ডিপোজিটের ক্ষেত্রেও কার্যকর হবে। সমস্ত বাণিজ্যিক ও কো-অপারেটিভ ব্যাঙ্কেই এই পরিষেবা পাওয়া যাবে।

প্রসঙ্গত, ব্যাঙ্কে দুই ধরনের ফিক্সড ডিপোজিটের সুবিধা পাওয়া যায়। কলেবল ও নন-কলেবল। কলেবল ফিক্সড ডিপোজিটে প্রিম্যাচুওর উইথড্রলের সুবিধা পাওয়া যায়, কিন্তু নন-কলেবল ফিক্সড ডিপোজিটে এই সুবিধা পাওয়া যায় না।

বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার-

  • আইসিআইসিআই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৬০ শতাংশ।
  • পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৭৫ শতাংশ।
  • স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৫০ শতাংশ।
  • এইচডিএফসি ব্য়াঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৭৫ শতাংশ।