IT Return: এখনও পর্যন্ত ৩ কোটির বেশি করদাতারা ফাইল করেছেন আইটি রিটার্ন, ৩১ ডিসেম্বর শেষ তারিখ

IT Return: আয়কর দফতরের তরফে একটি অফিসিয়াল বয়ানে বলা হয়েছে, প্রতিদিন ফাইল করা আইটিআরের সংখ্যা ৪ লাখের বেশি আর ৩১ ডিসেম্বরের শেষ তারিখ যত কাছাকাছি আসছে আইটিআর দেওয়ার হারও রোজ বাড়ছে।

IT Return: এখনও পর্যন্ত ৩ কোটির বেশি করদাতারা ফাইল করেছেন আইটি রিটার্ন, ৩১ ডিসেম্বর শেষ তারিখ
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2021 | 6:53 PM

নয়া দিল্লি: অর্থমন্ত্রক রবিবার একটি অফিসিয়াল বয়ানে জানিয়েছে, অর্থিক বছর ২০২০-২১ এ এখনও পর্যন্ত ৩ কোটির বেশি আয়কর রিটার্ন (Income Tax Return) জমা হয়েছে। যারা এখনও পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেননি, অর্থ মন্ত্রকের তরফে তাদের দ্রুতই আয়কর জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে আয়কর বিভাগ করদাতাদের ইমেল, এসএমএস এবং মিডিয়ার মাধ্যমে দেরী না করে নিজেদের আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করছে।

আয়কর দফতরের তরফে একটি অফিসিয়াল বয়ানে বলা হয়েছে, প্রতিদিন ফাইল করা আইটিআরের সংখ্যা ৪ লাখের বেশি আর ৩১ ডিসেম্বরের শেষ তারিখ যত কাছাকাছি আসছে আইটিআর দেওয়ার হারও রোজ বাড়ছে। আয়কর বিভাগ করদাতাদের কাছে টিডিএস আর ট্যাক্স পেমেন্ট যাচাই করতে আর আটিআর দেওয়ার আগে লাভবান হওয়ার জন্য ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে ফর্ম ২৬এএস আর অ্যানুয়াল ইনফর্মেশন স্টেটমেন্টকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করেছে।

AIS স্টেটমেন্টের মাধ্যমে করুন চেক

অর্থমন্ত্রক বলেছে, করদাতাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে তারা এআইএস স্টেটমেন্টে নিজের ব্যাঙ্কের পাশবুক, সুদের সার্টিফিকেট, ফর্ম১৬ আর ইকুইটি/মিউচুয়াল ফান্ড ইত্যাদির কেনা আর বেচার ব্যাপারে ব্রোকরেজের মাধ্যমে ক্যাপিটাল গেন ডিটেলের সঙ্গে ডেটা ক্রস চেক করে নিক। AY ২০২১-২২ এর জন্য আয়কর রিটার্ন ফাইলিং বেড়ে ৩.০৩ কোটি টাকা হয়ে গিয়েছে। এর মধ্যে ৫৮.৯৮ শতাংশ আইটিআর১ (১.৭৮ কোটি), ৮ শতাংশ আইটিআর২ (২৪.৪২ লাখ),৮.৭ শতাংশ আইটিআর৩ (২৬.৫৮ লাখ), ২৩.১২ শতাংশ আইটিআর৪ (৭০.০৭ লাখ), আইটিআর৫ ২.১৪ লাখ, আইটিআর৬ ০.৯১ লাখ আর আইটিআর৭ .০১৫ লাখ। এর মধ্যে ৫২ শতাংশের বেশি আইটিআর পোর্টালে অনলাইন আইটিআর ফর্ম ব্যবহার করে জমা দেওয়া হয় আর বাকি অফলাইন সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা আইটিআরের ব্যবহার করে আপলোড করা হয়।

আধার ওটিপির মাধ্যমে করুন ভেরিফাই

আয়কর বিভাগের জন্য আইটিআরের প্রক্রিয়া শুরু করতে আর রিফান্ড জারি করার জন্য আধার ওটিপি আর অন্য মাধ্যমে ই-যাচাইয়ের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। ২.৬৯ কোটি রিটার্ন ই-যাচাই করা হয়েছে, যার মধ্যে ২.২৮ কোটির বেশি আধার-নির্ভরশীল ওটিপির মাধ্যমে। নভেম্বরে আইটিআর ১,২ আর ৪ এর ৪৮ শতাংশ সেইদিনই প্রসেস করা হয়েছিল। ভেরিফায়েড আইটিআরের মধ্যে ২.১১ কোটির বেশি আইটিআর প্রসেস করা হয়েছে আর অ্যাসেসমেন্ট ইয়ার ২০২১-২২ এর জন্য ৮২.৮০ লাখের বেশি রিফান্ড জারি করা হয়ে গিয়েছে। এতে বলা হয়েছে, করদাতাদের কাছে এটা সুনিশ্চিত করার আগ্রহ করা হচ্ছে য়ে রিফান্ডের ক্রেডিচের জন্য নির্বাচিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের প্যান নাম্বার যু্ক্ত থাকা উচিৎ যাতে রিফান্ড ব্যর্থ হওয়া থেকে বাঁচা যেতে পারে।

আরও পড়ুন: Reserve Bank Policy Review Meeting: আগামীকাল থেকে রিজার্ভ ব্যাঙ্কের পলিসি সমীক্ষা বৈঠক