Fixed Deposit Interest: ৪৪৪ দিনের জন্য এফডি করুন, আকর্ষণীয় সুদে পাবেন রিটার্ন
Fixed Deposit Interest: সম্প্রতি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হারের পরিবর্তন করেছে এই ব্যাঙ্ক।
যেভাবে বাজারদর চড়চড় করে বাড়ছে, তাতে টাকা জমানো বেশ কঠিন হয়ে উঠছে। অথচ ভবিষ্যতের কথা ভেবে টাকা জমানো খুবই জরুরি। আর জমালেই হল না, সেখানে বিচক্ষণতার সঙ্গে পা ফেলতে হবে, যাতে অধিক সুদে সেই টাকা ফেরত পাওয়া যায়। সরকারি ব্যাঙ্কেই রয়েছে সে সুযোগ। যেখানে আপনি বিশ্বাসযোগ্যতার সঙ্গে টাকা রাখতেও পারবেন, আবার মোটা অঙ্কের টাকা ফেরতও পাবেন। মাত্র ৪৪৪ দিনেই ৭.৫ শতাংশ সুদে টাকা ফেরত দিতে পারবেন।
আইডিবিআই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে বেশি হারে সুদ পেতে পারেন। সম্প্রতি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হারের পরিবর্তন করেছে এই ব্যাঙ্ক। ১২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে নতুন সুদের হার। ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিট করলে সাড়ে ৭ শতাংশ সুদ সহ পাওয়া যাবে টাকা।
৪৪৪ দিনে সর্বাধিক সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। অন্যান্যদের ক্ষেত্রে এই সুদের হার হবে ৭.১৫ শতাংশ আর বয়স্কদের ক্ষেত্রে এই হার ৭.৬৫ শতাংশ। ৪৪৪ দিনের এই স্কিমের বাইরে ফিক্সড ডিপোজিট করলে অর্থাৎ ১ থেকে ২ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে ৬.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
কেমন হবে সুদের হার জেনে নিন
৭ থেকে ১৪ দিনের জন্য টাকা জমালে, সবার জন্য ৩ শতাংশ, বয়স্কদের জন্য ৩.৫ শতাংশ।
১৫ থেকে ৩০ দিনের জন্য টাকা জমালে, সবার জন্য ৩ শতাংশ, বয়স্কদের জন্য ৩.৫ শতাংশ।
৩১ থেকে ৪৫ দিনের জন্য টাকা জমালে, সবার জন্য ৩.৩৫ শতাংশ, বয়স্কদের জন্য ৩.৮৫ শতাংশ।
৪০ থেকে ৬০ দিনের জন্য টাকা জমালে, সবার জন্য ৪.২৫ শতাংশ, বয়স্কদের জন্য ৪.৭৫ শতাংশ।
৬১ থেকে ৯০ দিনের জন্য টাকা জমালে, সবার জন্য ৪.২৫ শতাংশ, বয়স্কদের জন্য ৪.৭৫ শতাংশ।
৯১ দিন থেকে ৬ মাসের জন্য টাকা জমালে, সবার জন্য ৪.৭৫ শতাংশ, বয়স্কদের জন্য ৫.২৫ শতাংশ।
৬ মাস ১ দিন থেকে ২৭০ দিনের জন্য টাকা জমালে, সবার জন্য ৫.৫ শতাংশ, বয়স্কদের জন্য ৬ শতাংশ।
২৭১ দিন থেকে ১ বছরের জন্য টাকা জমালে, সবার জন্য ৫.৫ শতাংশ, বয়স্কদের জন্য ৬ শতাংশ।
১ বছরের জন্য টাকা জমালে, সবার জন্য ৬.৭৫ শতাংশ, বয়স্কদের জন্য ৭.২৫ শতাংশ।
১ বছরের বেশি ও ২ বছরের কম সময়ের জন্য টাকা জমালে, সবার জন্য ৬.৭৫ শতাংশ, বয়স্কদের জন্য ৭.২৫ শতাংশ।
৪৪৪ দিনের জন্য টাকা জমালে, সবার জন্য ৭.১৫ শতাংশ, বয়স্কদের জন্য ৭.৬৫ শতাংশ।