AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Economy: মোদীর আমলে বদলে যাচ্ছে ভারতের অর্থনীতির চেহারা, প্রশংসা করলেন গ্লোবাল ইনভেস্টর জিম রজারস

Economy: বিভিন্ন চ্যালেঞ্জের মুখেও ভারতের আর্থিক বৃদ্ধি যেভাবে হচ্ছে, তারই প্রশংসা করেছেন রজার। বিশ্বে সবথেকে দ্রুতগতিতে উন্নতির নজির গড়েছে ভারতের অর্থনীতি। ২০২৩-২৪ অর্থবর্ষে ৮.২ শতাংশ বৃদ্ধি হয়েছে।

Economy: মোদীর আমলে বদলে যাচ্ছে ভারতের অর্থনীতির চেহারা, প্রশংসা করলেন গ্লোবাল ইনভেস্টর জিম রজারস
নরেন্দ্র মোদী
| Updated on: Nov 29, 2024 | 4:13 PM
Share

নয়া দিল্লি: ভারত তথা নরেন্দ্র মোদী সরকারের আর্থিক নীতির প্রশংসা করলেন গ্লোবাল ইনভেস্টর তথা অর্থনীতি বিশেষজ্ঞ জিম রজারস। তাঁর কথায়, মোদী সরকারের নীতি ভারতের অর্থনীতির চেহারাটাই পাল্টে দিয়েছে। সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে দিল্লির তরফে সংস্কারের কথা বলা হলেও প্রতিশ্রুতির অভাব ছিল।

সাক্ষাৎকার দিতে গিয়ে জিম রজারস বলেন, “দীর্ঘ বেশ কয়েক দশক ধরে দিল্লি অনেক ভাল কথা বলেছে। কিন্তু সেগুলো কার্যকর হয়নি। আমার কখনও মনে হয়নি যে দিল্লি আদতে অর্থনীতিটা বোঝে। কিন্তু এখন প্রথমবার আমার মনে হয়েছে, দিল্লি অর্থনীতিটা বুঝতে পারছে ও আরও উন্নত করার চেষ্টা করছে।”

ভারতের উন্নতির কথা উল্লেখ করে রজার আশা প্রকাশ করেন যে দেশের ভবিষ্যৎ উন্নততর হবে। এমনকী নতুন করে বিনিয়োগের ভাবনার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বলেন, “আগামিদিনে ভারতে আরও বেশি বিনিয়োগ করব। ভারতে এক ইতিবাচক পরিবর্তন এসেছে।”

বিভিন্ন চ্যালেঞ্জের মুখেও ভারতের আর্থিক বৃদ্ধি যেভাবে হচ্ছে, তারই প্রশংসা করেছেন রজার। বিশ্বে সবথেকে দ্রুতগতিতে উন্নতির নজির গড়েছে ভারতের অর্থনীতি। ২০২৩-২৪ অর্থবর্ষে ৮.২ শতাংশ বৃদ্ধি হয়েছে।

সম্প্রতি মোতিলাল অসওয়ালের একটি রিপোর্টে আরও বেশি স্পষ্ট হয়েছে ভারতের অর্থনৈতিক বদল। সেখানে বলা হয়েছে, গত এক দশকে ভারতে বিনিয়োগ করা হয়েছে ৮ ট্রিলিয়ন। আর ১৯৪৭ থেকে ভারতে মোট বিনিয়োগের অঙ্ক ১৪ ট্রিলিয়ন।