AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electronics Goods: ভারতের বৈদ্যুতিন বাজারে আসতে চলেছে নয়া বিপ্লব! উন্নত মানের আধুনিক সামগ্রী এখন আরও সহজলভ্য

Electronics Goods: রোহিত রেফ্রিজারেশনের বিস্তার কেবল পূর্ব বা উত্তর পূর্ব ভারতেই নয়। বিশ্বব্যাপী এক বিশাল নেটওয়ার্ক রয়েছে এই সংস্থার।

Electronics Goods: ভারতের বৈদ্যুতিন বাজারে আসতে চলেছে নয়া বিপ্লব! উন্নত মানের আধুনিক সামগ্রী এখন আরও সহজলভ্য
| Edited By: | Updated on: Nov 30, 2024 | 6:54 AM
Share

নয়াদিল্লি, ২৯ নভেম্বর: বৈদ্যুতিন যন্ত্র আর সামগ্রীর দুনিয়ায় এবার আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। ইলেক্ট্রনিক্স সামগ্রীর অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান শার্প কর্পোরেশন পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতেও তাদের সাম্রাজ্য বিস্তার করতে চলেছে। আর শার্প কর্পোরেশনের এই বিস্তারে যৌথ ভাবেই অংশীদারিত্ব করতে চলেছে পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান রোহিত রেফ্রিজারেশন।

রোহিত রেফ্রিজারেশনের বিস্তার কেবল পূর্ব বা উত্তর পূর্ব ভারতেই নয়। বিশ্বব্যাপী এক বিশাল নেটওয়ার্ক রয়েছে এই সংস্থার।

পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের প্রায় সব খুচরো বিক্রেতাদের কাছে শার্পের সামগ্রী পৌঁছে দিতেই এই অংশীদারিত্ব। যা প্রথম থেকেই বাজারের চাহিদা পূরণ করতে বেশ কার্যকরী ভূমিকা নেবে বলেই আশা।

রোহিত রেফ্রিজারেশনের বিতরণ ক্ষমতা এবং বাজার সম্পর্কে ধারণাকে কাজে লাগিয়ে শার্প উচ্চ এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন পণ্য আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দিতে আগ্রহী। যা পূর্ব ভারতের গ্রাহকদের জীবনযাত্রার মানকে উন্নত করবে বলেই আশা। বর্তমানে ১০০০ টিরও বেশি খুচরো বিক্রেতার কাছে সেই সব সামগ্রীগুলো পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

শার্প বিজনেস সিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এমডি ওসামু নারিতা বলেন, “ভারত শার্পের জন্য একটি অপরিহার্য বাজার এবং রোহিত রেফ্রিজারেশনের সঙ্গে আমাদের সহযোগিতা ভারতীয়দের কাছে উন্নত প্রযুক্তিকে সহজলভ্য করে তুলবে।” তিনি আরও বলেন, “এই অংশীদারিত্ব পূর্ব এবং উত্তর-পূর্বের বাজারে যন্ত্রপাতির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার ক্ষেত্রেও উপযোগী। আমাদের তৈরি বৃহৎ এবং ক্ষুদ্র উভয় ধরনের সামগ্রীর বিপুল চাহিদা রয়েছে বাজারে।”

শার্প অ্যাপ্লায়েন্সেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মিমোহ জৈনের কথায়, “ভারতের প্রতি শার্পের প্রতিশ্রুতি অটুট। রোহিত রেফ্রিজারেশনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব পূর্ব ও উত্তর-পূর্বের বাজারে উপস্থিতি আরও মজবুত করবে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি সামঞ্জস্যপূর্ণ। এই সহযোগিতা শুধুমাত্র আমাদের ব্যবসাকেই বাড়াবে না, সমগ্র অঞ্চল জুড়ে জীবনশৈলীতে বদল আনবে।”

রোহিত রেফ্রিজারেশনের মালিক শ্রী রাজেশ কুমার বলেন, “আমরা শার্পের সঙ্গে হাত মেলাতে পেরে রোমাঞ্চিত। এটি এমন একটি ব্র্যান্ড যা উদ্ভাবন এবং উন্নত মানের প্রতি দায়বদ্ধ। এই সহযোগিতা ভারতীয় গ্রাহকদের চাহিদা মেটাতে আমাদের পারস্পরিক দায়বদ্ধতাকেও প্রতিফলিত করে। আমরা একসঙ্গে আমাদের গ্রাহকদের জন্য উচ্চমানের সামগ্রী সরবরাহ করতে এবং তাঁদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে প্রস্তুত।”

শার্পের লক্ষ্য হল ‘সহজভাবে উন্নত জীবনযাপন’। ব্র্যান্ড প্রতিশ্রুতি পূরণ করাই এই অংশীদারিত্বের উদ্দেশ্য। রোহিত রেফ্রিজারেশনের সঙ্গে এই অংশীদারিত্ব ভারতে উপভোক্তা সরঞ্জামের ক্ষেত্রে বিশ্বস্ত নাম হয়ে ওঠার পথে শার্পের যাত্রায় আরও এক ধাপ এগোনোর ইঙ্গিত- যা শিল্পের ক্ষেত্রে শার্পের অগ্রণী অবস্থানকে দৃঢ়তর করে।