Gold Price Today: চৈত্র সেলে দাম কমল সোনার, গত পাঁচদিনে সর্বনিম্ন হলুদ ধাতুর দর

Gold and Silver Price Today: সোমবার অনেকটা হারে দাম কমল সোনার। পাশাপাশি দাম কমল রুপোর।

Gold Price Today: চৈত্র সেলে দাম কমল সোনার, গত পাঁচদিনে সর্বনিম্ন হলুদ ধাতুর দর
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 10:44 AM

সপ্তাহের প্রথম দিনেই অনেকটা হারে দাম কমল সোনার (Gold Price Today)। চৈত্রের সেলে এতটা হারে হলুদ ধাতুর দাম কমায় স্বস্তিতে ক্রেতারা। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ৩৯০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমল ৪৩০ টাকা। আজ সোনার পাশাপাশি দাম কমল রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম (Silver Price Today) কমেছে ৩০০ টাকা।

সোমবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৩২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৪০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৪,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৪৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৩৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৪৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৪,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৬,৩০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সেলের আবহে অনেকটা হারে দাম কমল সোনার। গত পাঁচদিনে সর্বনিম্ন হল হলুদ ধাতুর দর। ফলে গয়না বিক্রেতারাও দেখছেন আশার আলো। এবার হয়ত দোকানে পা পড়তে পারে ক্রেতাদের। সোনার পাশাপাশি এদিন দাম কমেছে রুপোরও।

সোমবার বিশ্ব বাজারে দাম কমেছে স্পট গোল্ডের। এর ফলে দেশীয় বাজারেও দাম কমল সোনার। আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম কমে হয়েছে ১৯৯৩.৪৬ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৫৯৭ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০৪.১০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৭.৮৯ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*