Gold Price Today : লক্ষ্মীপুজোর পরেই অনেকটা দাম কমল সোনার, শহরে সোনা-রুপোর দর কত?
Gold Price Today : সোমবার অনেকটা সস্তা হল সোনা-রুপো। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২৫০ টাকা।
কলকাতা : লক্ষ্মীপুজোর পর দাম কমল সোনার। দুর্গা পুজোর পর সামান্য দাম বেড়েছিল সোনার। তবে এদিন সপ্তাহের প্রথম দিনেই দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২৭০ টাকা। সোমবার সোনার সঙ্গে তাল মিলিয়ে দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ১ হাজার ৩০০ টাকা।
সোমবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,০৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৬,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৯৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৫৪৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৯৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৯,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৯,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
সপ্তাহের প্রথম দিনেই অনেকটা সস্তা হল সোনার গয়না। গতকাল বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়েছে। আর এদিন সদয় হয়েছেন লক্ষ্মী দেবী। অনেকটা হারে দাম কমেছে সোনার। দাম কমেছে রুপোরও।
গতকাল বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৯৪.৭৯ মার্কিন ডলার। সোমবার বিশ্ব বাজারে কিছুটা দাম কমেছে সোনার। এদিন আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৮৮.৬১ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,৭১২.৪৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০২.৫৫ টাকা। এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৮ টাকা।