Gold Price Today: মঙ্গলে আরও দামি হল সোনা, আজ কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

Gold and Silver Price Today: গতকাল অনেকটা হারে দাম কমেছিল সোনা-রুপোর। গত দু' সপ্তাহে সর্বনিম্ন হয়েছিল দুই ধাতুর দরই। তবে মঙ্গলবার বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দর। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২০০ টাকা।

Gold Price Today: মঙ্গলে আরও দামি হল সোনা, আজ কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 25, 2023 | 10:14 AM

কলকাতা: মঙ্গলবার সকালে বাজার খুলতেই মুখের হাসি মলিন হল সোনার গয়না ক্রেতাদের। গতকাল সোনার দাম কমলেও আজ ফের ঊর্ধ্বমুখী সোনার দর (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ২২০ টাকা। সোনার পাশাপাশি আজ দাম বাড়ল রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর বাটের দাম বাড়ল ৩০০ টাকা।

মঙ্গলবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৮৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৬৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৮৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৮,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৯৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৭৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৯৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৯,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৬,৭০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরসুমে ফের দাম বাড়ল সোনার। হলুদ ধাতুর পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। গতকাল দু’ সপ্তাহে সর্বনিম্ন ছিল সোনা-রুপোর দর। তবে আজ ফের বাজারে ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দর।

আজ বিশ্ব বাজারে দাম বাড়ল স্পট গোল্ডের। এর ফলে দেশীয় বাজারেও বেড়েছে সোনার দাম। গত ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৯৭৮.২০ মার্কিন ডলার। আজ তা বেড়ে হয়েছে ১,৯৯২.২৫ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৬২২.৯৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৪ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৬.৩১ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*