AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBI Vs Post Office Savings: SBI নাকি পোস্ট অফিস? স্বল্প মেয়াদী বিনিয়োগে আপনার জন্য সেরা কোনটা?

SBI Vs Post Office Savings: SBI নাকি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট? কোথায় বিনিয়োগে বেশি হারে সুদ পাবেন বিনিয়োগকারীরা? তাই সেরা রিটার্ন পেতে দুই ফিক্সড ডিপোজিটের বিভিন্ন দিক বিবেচনা করে দেখুন।

SBI Vs Post Office Savings: SBI নাকি পোস্ট অফিস? স্বল্প মেয়াদী বিনিয়োগে আপনার জন্য সেরা কোনটা?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Apr 25, 2023 | 8:30 AM
Share

আয়ের পাশাপাশি সঞ্চয়ও জরুরি। আর কোনও সরকারি বা বেসরকারি স্কিমে বিনিয়োগের আগে ভেবেচিন্তে পা ফেলাই উচিত। কোথায় টাকা রেখে বেশি রিটার্ন পাবেন তা অবশ্যই বিবেচনা করা উচিত। পোস্ট অফিস নাকি ব্য়াঙ্কের এফডি, কোথায় বেশি হারে মিলবে সুদ? বা কোন খাতে অল্প সময়ে বিনিয়োগের জন্য বেশি সুদ পাবেন তা খতিয়ে দেখে নিন। এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।

নতুন আমানতকারীদের আকৃষ্ট করার জন্য বেশ কয়েকটি ব্যাঙ্ক আরবিআই-র রেপো রেট বৃদ্ধির পরে তাদের আমানতে সুদের হার বাড়িয়েছে। এদিকে ব্যাঙ্কের স্থায়ী আমানতের পাশাপাশি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটও বিনিয়োগের একটি ভাল বিকল্প। এটিও সরকারি হওয়ায় উচ্চহারেই সুদ পাবেন বিনিয়োগকারীরা। এদিকে SBI স্থায়ী আমানতে ৩ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। পোস্ট অফিসের এফডি নাকি SBI স্থায়ী আমানতে, কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না? তাহলে এই বিষয়গুলি বিবেচনা করে দেখুন।

সময়কাল:

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে মেয়াদী আমানতের সময়কাল ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে। পোস্ট অফিস স্কিমগুলি শুধুমাত্র ১,২,৩ ও ৫ বছরের সময়কালের জন্য।

রিটার্ন:

সাধারণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ২ কোটি টাকার নিচে খুচরো আমানতের উপর ৩ থেকে ৭ শতাংশের মধ্যে রিটার্ন দেয়। প্রবীণ নাগরিকরা ০.৫ শতাংশ অতিরিক্ত সুদ পান। ব্যাঙ্কের বিশেষ অমৃত কলস স্কিমের আওতায় ৭.৬০ শতাংশ পর্যন্ত সুদ মিলছে। এই স্কিমের মেয়াদ ৪০০ দিন।

পোস্ট অফিস টার্ম ডিপোজিটে ৬.৮ থেকে ৭.৫ শতাংশের মধ্যে সুদ দেওয়া হয়। সুদ প্রতি বছর বৃদ্ধি পায়। প্রবীণ নাগরিকদের জন্য কোনও বিশেষ হার নেই।

কর ছাড়ের সুবিধা:

এসবিআই ও পোস্ট অফিস উভয়ই আয়কর আইনের অধীনে গ্রাহকদের কর ছাড়ের সুবিধা দেয়।

ম্যাচুরিটির আগেই আমানত তুলে নেওয়া:

পোস্ট অফিসের ক্ষেত্রে, আমানত শুরুর তারিখ থেকে ছয় মাসের আগে কোনও এফডি ভাঙা যাবে না। আর যদি এফডি ছয় মাস পর কিন্তু এক বছরের আগে বন্ধ হয়ে যায় তাহলে এফডিতে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হার প্রযোজ্য হবে।

এসবিআই এফডি ম্যাচুরিটির আগে ভেঙে দেওয়া যেতে পারে। তবে এর জন্য জরিমানা দিতে হবে।

এসবিআই এবং পোস্ট অফিস এফডির মধ্যে কোন বিকল্পটি বেছে নেবেন?

কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে আপনার আর্থিক লক্ষ্যগুলি বিবেচনা করতে হবে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং পোস্ট অফিস স্কিম উভয়ই স্থিতিশীল রিটার্ন সরবরাহ করে। কারণ তারা উভয়েই সরকারের সঙ্গে যুক্ত।

আপনি যদি স্বল্পমেয়াদী ডিপোজিট বেছে নিতে চান তবে এসবিআই আরও ভাল বিকল্প হতে পারে। দীর্ঘমেয়াদী এফডিগুলির জন্য, আপনি রিটার্ন হার বিবেচনায় করার পরে আপনার সিদ্ধান্ত নিতে পারেন।