Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: এক সপ্তাহে সর্বনিম্ন সোনার দাম, শহরে সোনা-রুপোর দর জানুন

Gold and Silver Price Today: এক সপ্তাহে সর্বনিম্ন হল সোনার দর। আজ দাম কম রয়েছে রুপোরও। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৫,৭৫০ টাকা।

Gold Price Today: এক সপ্তাহে সর্বনিম্ন সোনার দাম, শহরে সোনা-রুপোর দর জানুন
প্রতীকী ছবি Image Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 12:02 PM

কলকাতা: গতকাল অক্ষয় তৃতীয়ায় দাম কমেছিল সোনার। আজও ক্রেতাদের জন্য সুখবর। দাম কমেছে সোনার (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৩৩০ টাকা। সোনার পাশাপাশি দাম কম রয়েছে রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭৬ হাজার ৯০০ টাকা।

রবিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৭৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৭৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৭,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৮২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৬৫৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৮২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৮,২০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৬,৯০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

দু’দিন ধরেই অক্ষয় তৃতীয়ায় পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। আর এই আবহে আজ দাম কমল সোনার। আজ গত এক সপ্তাহে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। কম রয়েছে রুপোর দরও।

আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৮২.৪৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

রবিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমল টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৫৭৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৩ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৫.৭০ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*