PAN Card News: আপনার কি দুটো PAN কার্ড? জড়াতে পারেন আইনি জটিলতায়, হতে পারে বড় লোকসান

PAN Card News: আপনার দুটি প্যান কার্ড থাকলে জড়াতে পারেন আইনি জটিলতায়। দুটি প্যান কার্ড রাখা কোনওভাবেই বৈধ নয়। এর জন্য কয়েক হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে কার্ডহোল্ডারদের।

PAN Card News: আপনার কি দুটো PAN কার্ড? জড়াতে পারেন আইনি জটিলতায়, হতে পারে বড় লোকসান
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 10:01 AM

আয়কর বিভাগের তরফে দেশের নাগরিকদের, সংস্থাকে প্যান কার্ড দেওয়া হয়ে থাকে। প্যান কার্ড একটি পরিচয় পত্রও বটে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ঋণের আবেদন ও আয়কর ফাইলিংয়ের মতো আর্থিক লেনদেনের জন্য অন্যতম প্রয়োজনীয় নথি হল প্যান কার্ড। প্যান কার্ড হোল্ডারের নাম, ছবি, জন্ম তারিখ ও প্যান নম্বর সহ তার সম্পর্কে প্রচুর তথ্য সংরক্ষণ করে প্যান কার্ড। প্যান নম্বর প্রতিটি কার্ডহোল্ডারের জন্য অনন্য এবং সমস্ত আর্থিক লেনদেনের জন্য রেফারেন্স নম্বর হিসাবে ব্যবহৃত হয়।

কোনও ব্যক্তি কি একটির বেশি প্যান কার্ড রাখতে পারেন?

আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকতে পারে না। প্রত্যেক ব্যক্তির নামে একটি মাত্র প্যান কার্ড ইস্যু করার অনুমতি রয়েছে।

আপনার যদি একাধিক প্যান কার্ড থাকে তবে জরিমানা হতে পারে। পাশাপাশি আইনি ঝামেলাতেও জড়াতে পারেন। দুটি প্যান কার্ড থাকা আয়কর আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। যদি কোনও ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকে তবে আয়কর বিভাগ আয়কর আইন, ১৯৬১ এর ধারা ২৭২ বি এর অধীনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এই আইনের অধীনে ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা যেতে পারে।