সামনেই উৎসবের মরশুম। স্বাভাবিকভাবেই তার আগে সোনার গয়না কেনার প্রবণতা থাকে। বিভিন্ন শুভ দিনে সোনার কেনার রীতি প্রচলিত আছে দেশে। গত কয়েকদিন ধরে সেই সোনার দাম ৫০ হাজারের নীচেই ঘোরাফেরা করছে। তাই কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অনেকেই। যদিও গতকাল অর্থাৎ শুক্রবারের তুলনায় আজ সামান্য দাম বেড়েছে, তবে ৫০ হাজারের নীচেই রয়েছে।
আজ কত দাম সোনার? ১০ গ্রামের ২৪ ক্যারেট সোনার দাম আজ ৪৭ হাজার ২০০ টাকা, যা গতকালের তুলনায় ২০০ টাকা বেশি। গতকাল ১০ গ্রামের দাম ছিল ৪৭ হাজার ৪০০ টাকা। আজ সেই দাম সামান্য বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ ৪ হাজার ৭৪০ টাকা, যা গতকালের তুলনায় ২০ টাকা বেশি। ৮ গ্রাম সোনার দাম ৩৭ হাজার ৯২০ টাকা, যা গতকালের তুলনায় ১৬০ টাকা বেশি। আর ১০০ গ্রামের দাম ৪ লক্ষ ৭৪ হাজার টাকা, অর্থাৎ গতকালের তুলনায় দু’হাজার টাকা বেশি।
শহরের ভিত্তিতে সোনার দামের ফারাক রয়েছে। সেই হিসেবে আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৯ হাজার ৭০০ টাকা, মুম্বইতে দাম ৪৭ হাজার ৪০০ টাকা, রাজধানী দিল্লিতে সেই দাম ৫০ হাজার ৯০০ টাকা, ৪৮ হাজার ৫৫০ টাকা। রূপোর দাম নিম্নমুখী হলেও আজ গতকালের তুলনায় সামান্য বেড়েছে সেই দাম। আজ প্রতি কেজিতে রুপোর দাম ৬৫ হাজার ২০০ টাকা, যা গতকালের তুলনায় ১৬০০ টাকা বেশি। আর ১০ গ্রামের দাম ৬৫২ টাকা, গতকালের তুলনায় ১৬ টাকা বেশি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী কয়েক মাসে সোনার দাম হ্রাস পাওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। ব্রোকরেজ হাউজের রিপোর্ট অনুযায়ী, অল্প সময়সীমায় সোনার দাম ৪২ হাজার টাকা প্রতি ১০ গ্রাম পর্যন্ত নামতে পারে। ব্রোকরেজ হাউজের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে ভারতে ভ্য়াকেসিনেশনে গতি এসেছে। এই অবস্থায় আর্থিক গতিবিধি দ্রুতগতিতে বেড়ে গিয়েছে। এই কারণে বিনিয়োগকারীদের শেয়ার বাজারের প্রতি আগ্রহ বেড়েছে।