পোস্ট অফিসের এই স্কিমে পাওয়া যেতে পারে ৫ লক্ষ টাকা অবধি, জানুন কীভাবে
ফাইল চিত্র
Follow Us:
রোজগার অনেকেই করেন, কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আর পোস্ট অফিসে রয়েছে এরকমই একাধিক স্কিম, যাতে বিনিয়োগ করলে মোটা টাকা ফেরৎ পাওয়ার সুযোগ থাকে৷ সঠিক স্কিমে সঠিক সময়ে যদি টাকা রাখা যায়, তাহলে রিটার্ন পাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না৷ পোস্ট অফিসের স্কিমে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে গ্যারন্টি যুক্ত রিটার্ন৷ এরকমই একটি স্কিম হচ্ছে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। যেখানে এফডি-র থেকে বেশি সুদ পাওয়া যায়৷
পোস্ট অফিসের এই এনএসি যোজনায় বর্তমানে ৬.৮ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। টাকা পাওয়া যায় স্কিম ম্যাচিউরিটির সময়। এই স্কিম ৫ বছরের জন্য করা হয়। পাঁচ বছর পর আবার এই স্কিম আরও ৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এখন ১০০, ৫০০, ১০০০ ও ১০,০০০ টাকার মূল্যে পাওয়া যায়। যতগুলি ইচ্ছে সার্টিফিকেট কেনা যেতে পারে। ন্যূনতম ১০০ টাকার সার্টিফিকেট কিনতেই হবে। এখানে যত ইচ্ছে ইনভেস্ট করা যেতে পারেL কোনও উর্ধ্বসীমা নেই।
এই স্কিমে ১৫ লক্ষ টাকার ইনভেস্ট করতে পারলে ৬.৮ শতাংশ হিসেবে সুদ পাওয়া যায়। ৫ বছরে পাওয়া যাবে ২০.৮৫ লক্ষ টাকা৷ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১-এর সেকশন ৮০সি অনুযায়ী এই স্কিমে বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টে ট্যাক্স ছাড় পাওয়া যায়৷