Gold Price Today : এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, রুপোর দাম কত হল?
Gold Price Today : গতকালের তুলনায় অনেকটা কমল সোনার দাম। রুপোর দামেও হয়েছে পতন।
কলকাতা : সপ্তাহের শেষ ব্যবসায়িক দিন শুক্রবার। বিয়ের মরশুমে সোনা কিনবেন ভাবছেন! তাহলে সোনার দাম জেনে যাওয়াকে তো অগ্রাধিকার দিতেই হবে। অক্ষয় তৃতীয়ার পর সোনার দাম বাড়লেও ফের কমল সোনার দাম। এদিকে রুপোর দামেও দেখা গেল আমূল পরিবর্তন।
আজকের সোনার দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,১০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭১,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৬৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭১০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৩৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৩,৮০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,১০৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৩৮ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
যদি গত তিনদিনের সোনা-রুপোর দাম দেখা হয় তাহলে দেখা যাবে গতকালের তুলনায় অনেকটা কমেছে সোনা ও রুপোর দাম। অক্ষয় তৃতীয়ার পর ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দামে ২০০ টাকা কমে হয়েছিল ৪৭,০০০ টাকা। কিন্তু গতকাল সোনার দাম পুনরায় ৪০০ টাকা বেড়ে হয় ৪৭,৪০০ টাকা। শুক্রবার ফের একবার সোনার দামে পতন দেখা দিল। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হল ৪৭,১০০ টাকা।
এদিকে গতকালের তুলনায় রুপোর দাম কমেছে। ১ কেজি রুপোর বাটের দাম ৬২,৩০০ টাকা। গতকাল যা ছিল ৬৩,৮০০ টাকা। সেখানে ১০ গ্রাম রুপোর দাম ৬২৩ টাকা। পরপর গত দু’দিন রুপোর দাম বাড়ার পর এদিন রুপোর দামে পতন দেখা গিয়েছে। এদিকে প্রতিবেদন লেখার সময় বিশ্বে সোনার দাম ১ ট্রয় আউন্সের দাম ১,৮৭৫.৬৯ ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
এদিন শেয়ার বাজারে টাইটান কোম্পানির শেয়ারের শেষ দাম আছে ২,২১২,৩০ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম ৫৯.৪৫ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের দাম ২১.২৫ টাকা।