Gold Price Today: সোনা-রুপোর দামে আজ বড় ফেরবদল, সর্বোচ্চ স্তর থেকে ১০০০ টাকা সস্তা সোনা, রুপো বাড়ল ৪০০০

Gold Price Today: গত বছর ১১ নভেম্বর এমসিএক্সে সোনার দাম ছিল ৫০,২৫৯ টাকা। অন্যদিকে রুপোর দাম ছিল ৬২,০৯৭ টাকা। এই হিসেবে বর্তমানে সোনা মাত্র ১০০০ টাকা সস্তা হয়েছে। কিন্তু রুপোর দাম ৪০০০ টাকা বেড়ে গিয়েছে। প্রসঙ্গত বিয়ের মরশুম শুরু হতে চলেছে, এই অবস্থায় সোনা রুপোর মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করতে পারে

Gold Price Today: সোনা-রুপোর দামে আজ বড় ফেরবদল, সর্বোচ্চ স্তর থেকে ১০০০ টাকা সস্তা সোনা, রুপো বাড়ল ৪০০০
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2021 | 1:17 PM

কলকাতা: সোনার দাম বৃহস্পতিবার বাড়ল। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.৩৩ শতাং অর্থাৎ ১৬৩ টাকা বেড়েছে। এর ফলে ১০ গ্রাম সোনার দাম আজ ৪৯,০১৭ টাকায় পৌঁছে গিয়েছে। আজ রুপোর দামও বেড়েছে। রুপোর দাম ০.২৭ শতাংশ অর্থাৎ ১৭৫ টাকা বেড়ে প্রতি কেজির দাম হয়েছে ৬৬০৫৩ টাকা।

রেকর্ড স্তর থেকে ১০০০ টাকা সস্তা সোনা

গত বছর ১১ নভেম্বর এমসিএক্সে সোনার দাম ছিল ৫০,২৫৯ টাকা। অন্যদিকে রুপোর দাম ছিল ৬২,০৯৭ টাকা। এই হিসেবে বর্তমানে সোনা মাত্র ১০০০ টাকা সস্তা হয়েছে। কিন্তু রুপোর দাম ৪০০০ টাকা বেড়ে গিয়েছে। প্রসঙ্গত বিয়ের মরশুম শুরু হতে চলেছে, এই অবস্থায় সোনা রুপোর মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করতে পারে।

কলকাতার সোনা-রুপোর দর

এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৭৬৬ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৩৮,১২৮ টাকা। পাশাপাশি ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম রয়েছে যথাক্রমে ৪৭,৬৬০ টাকা এবং ৪,৭৬,৬০০ টাকা। অন্যদিকে শহরে আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫,০৩৬ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪০,২৮৮ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম আজ যথাক্রমে ৫০,৩৬০ টাকা এবং ৫,০৩,৬০০ টাকা।

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

এদিন এমসিএক্সে ডিসেম্বর মাসের সোনার দাম ৪৯,১০৬.০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন রয়েছে প্রতি কেজি ৬৬,৩৭৯ টাকা।

জুয়েলারি শেয়ার হালহকিকত

সোনা-রুপোর জুয়েলারি কোম্পানির শেয়ারের দাম আজ অনেকটাই কমেছে। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম ০১.২৭ শতাংশ বেড়ে হয়েছে ২,৫১৫.০০ টাকা। অন্যদিকে রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ০.১১ শতাংশ বেড়ে হয়েছে ৬৪৪.২০ টাকা। বৈভব গ্লোবালের শেয়ারের দাম -২.৫৮ শতাংশ কমে হয়েছে ৫৫০.৩৫ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম ২.১৫ শতাংশ কমে হয়েছে ৭৯.৭৫ টাকা। এছাড়াও গোল্ড ইন্টারের শেয়ারের দাম ০.১১ শতাংশ বেড়ে হয়েছে ৯১৯.১৫ টাকা।

বিশ্বে সোনা-রুপোর বাজার

বিশ্ব বাজারে আজ সোনার দাম বেড়েছে। এদিন বিশ্ব বাজারে সোনার দাম ০.২৭ শতাংশ অর্থাৎ ৫.৩৩ ডলার বেড়ে হয়েছে প্রতি আউন্স ১,৮৫৩.৯৫ ডলার। অন্যদিকে রুপোর দাম +০.৯৬ শতাংশ অর্থাৎ ০.২৪ সেন্ট বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ২৪.৮৯ ডলার।

আরও পড়ুন: Petrol Price Today: ফের কমল অপরিশোধিত তেলের দাম, এখন কি আরও সস্তা হবে জ্বালানি তেল! জানুন বিস্তারিত