Gold Price Today : পুজোর আগে সামান্য দাম বাড়ল সোনার, তবে রেকর্ড দামের থেকে অনেকটাই সস্তা রইল হলুদ ধাতু
Gold Price Today : শনিবার সামান্য দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা।
কলকাতা : পুজোর মরসুমে অল্পসল্প অনেকেই সোনার গয়না কিনে থাকেন। ফলে পরপর চারদিন সোনার গ্রাফ নিম্নমুখী থাকায় মুখে হাসি ফুটেছিল গয়না ক্রেতাদের। তবে শনিবার কিছু়টা মলিন হল সেই হাসি। শনিবার সামান্য দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৭০ টাকা। সোনার দাম সামান্য বাড়লেও হতাশ হওয়ার কোনও কারণ নেই। এদিন ৪৫ হাজারের গণ্ডিতেই রয়েছে হলুদ ধাতুর দাম। এদিন সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। ১ কেজি রুপোর দাম বেড়েছে ৩০০ টাকা।
শনিবার দুপুর ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৫৯৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৭৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৫,৯৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৫৯,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০১৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,১০৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,১৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০১,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৭০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
পুজোর মরশুমে পরপর চারদিন দাম কমেছিল সোনার। শনিবার খানিকটা দাম বাড়ল সোনার। তবে রেকর্ড দামের থেকে অনেকটাই নীচে রইল সোনার দাম। তাই ইচ্ছে হলে আজ কিনে নিতেই পারেন কোনও সোনার গয়না। এদিকে দাম বেড়েছে রুপোরও। গতকাল কিছুটা সস্তা হয়েছিল সোনা। শনিবার ফের দাম বাড়ল রুপোর।
শনিবারে বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৬৪.৪৮ মার্কিন ডলার। এদিন তা বেড়ে হয়েছে ১,৬৮৬ মার্কিন ডলার। এর প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। ফলে দেশীয় বাজারে দাম বেড়েছে সোনার।
সোনার শেয়ার বাজারের দাম :
শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬১৬.৯০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯৪.৪৫ টাকা। দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৭২.৬০ টাকা।