Gold Price Today : বড় খবর ক্রেতাদের জন্য, রেকর্ড দরের থেকে অনেকটাই সস্তা রইল সোনার দাম
Gold Price Today : বুধবার সোনার দামে কোনও ফারাক দেখা যায়নি। তবে এদিন দাম বেড়েছে রুপোর।
কলকাতা : মঙ্গলবার দাম বেড়েছিল সোনার। তবে গণেশ চতুর্থীতে সোনার দামে কোনও ওঠা-নামা দেখা গেল না। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম বেড়েছিল ১১০ টাকা। এদিন সেই দামই বহাল রয়েছে। এদিন সোনার দামে কোনও পরিবর্তন দেখা না গেলেও বাড়ল রুপোর দাম। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৪০০ টাকা।
বুধবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭২৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,২৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭২,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৫৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,২৩২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৫৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৫,৪০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৩,৬০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
মঙ্গলবার দেশীয় বাজারে সোনার দাম বাড়লেও বুধবার সোনার দাম অপরিবর্তিত রয়েছে। তবে দাম বেড়েছে রুপোর। এদিন দেশীয় বাজারে দাম না কমলেও বিশ্ব বাজারে দাম কমেছিল সোনার। গতকাল বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম ছিল ১,৭৩৫.৯৬ মার্কিন ডলার। বুধবার তা কমে হয়েছে ১,৭২৩.২৫ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬০২.৭০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮১.৬৫ টাকা। এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম রয়েছে ৭১.১৫ টাকা।