Gold Price Today: সোনার সঙ্গে পাল্লা দিয়ে আজ রুপোর লাফ, জানুন আজকের সোনা-রুপোর দাম
Gold Price Today: এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৯২০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম সোনার দাম ৩৯,৩৬০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৯,২০০ টাকা এব ৪,৯২,০০০ টাকা।
কলকাতা: সোনা রুপোর দাম লাগাতার দুদিন কমার পর আজ ফের উপরের দিকে উঠতে শুরু করেছে। যার ফলে আজ ১০ গ্রাম সোনার দাম ৪৮,০০০ এর দোড়গোড়ায় পৌঁছে গিয়েছে। গতকাল সোনার দাম ০.০৭ শতাংশ কমেছিল। অন্যদিকে রুপোর দামও ০.২৩ শতাংশ কমেছিল। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আদ এপ্রিল মাসের সোনার দাম ০.০৮ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৭,৯৫৩ টাকা। অন্যদিকে আজ রুপোর দাম বেড়েছে ০.৩৯ শতাংশ। আজ এক কেজি রুপোর দাম ৬০,৯৭১ টাকা। প্রসঙ্গত গত বছরের এই সময়ের কথা ধরলে, ২০২০ সালের সমান সময়সীমায় এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬,২০০ টাকা। আর আজ এমসিএক্সে ডিসেম্বর মাসের ১০ গ্রাম সোনার দাম ৪৭,৭৯২ টাকা। অর্থাৎ একনও সোনা প্রায় ৮,৪০০ টাকা সস্তা রয়েছে।
কলকাতার সোনা-রুপোর দর
শুক্রবার কলকাতাতে সোনার দাম একই রয়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৫১০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনা ৩৬,০৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৪৫,১০০ টাকা এবং ৪,৫১,০০০ টাকা।
এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৯২০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম সোনার দাম ৩৯,৩৬০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৯,২০০ টাকা এব ৪,৯২,০০০ টাকা।
শেয়ার বাজারে সোনা-রুপোর দর
এদিন সোনার দাম শেয়ার বাজারে সামান্য বেড়েছে। এদিন কমোডিটির (MCX) বাজারে ফেব্রুয়ারি মাসের সোনার দাম ০.১৯ শতাংশ অর্থাৎ ৯৩ টাকা বেড়ে হয়েছে ৪৮,০১০ টাকা। অন্যদিকে মার্চ মাসের রুপোর দাম এদিন ০.৪৭ শতাংশ বেড়ে হয়েছে ৬১,০১৯ টাকা।
জুয়েলারি শেয়ার হালহকিকত
সোনা-রুপোর দাম বাড়লেও শুক্রবার সামান্য কমেছে জুয়েলারি মার্কেটের শেয়ার। সোমবার টাইটান কোম্পানির শেয়ারের দাম ছিল ২,৪৭৪.০০ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম -০.৪৬ শতাংশ কমে হয়েছে ৮১১.১০ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম ২.৯৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৬১.৮৫ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম – ১.১১ শতাংশ কমে হয়েছে ৬৭.০০ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম ০.৬০ শতাংশ বেড়ে হয়েছে ৯৮৮.৫০ টাকা।
বিশ্বে সোনা-রুপোর বাজার
বিশ্ববাজারেও এদিন সোনার দাম বেড়েছে। পাশাপাশি রুপোর দামও এদিন অনেকটাই বাড়তে দেখা গিয়েছে। এদিন বিশ্ববাজারে সোনার দাম ০.২৪ শতাংশ অর্থাৎ ৪.৩৬ ডলার বেড়ে হয়েছে প্রতি আউন্স ১,৮০৯.৯৫ ডলার। অন্যদিকে রুপোর দামও ০.৫৫ শতাংশ অর্থাৎ ০.১৩ সেন্ট বেড়ে হয়েছে ২২.৫৫ ডলার প্রতি আউন্স।