Gold Price Today: পরপর তিনদিন দাম কমল সোনার, কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
Gold Price Today: বুধবার দাম কমেছে সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২৫০ টাকা।
কলকাতা: নিম্নমুখী সোনার দাম। পরপর বেশ কয়েকদিন দাম কমেছে সোনার। বুধবারও সোনার দামে বড় পতন দেখা গিয়েছে। এই নিয়ে পরপর তিনদিন দাম কমল হলুদ ধাতুর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২৭০ টাকা। এদিন সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। ১ কেজি রুপোর দাম কমেছে ৪০০ টাকা।
বুধবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৬৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৩২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৬৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৬,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৮৯ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৭১২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৮৯০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৮,৯০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৮,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত ১০ দিনে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। পরপর তিনদিন দাম কমেছে সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৬,৬৫০ টাকা। এদিন দাম কমেছে রুপোরও। পুজোর পর কয়েকদিন সোনা-রুপোর দাম বাড়লেও লক্ষ্মীপুজোর পর থেকে কমছে সোনার দাম।
গতকাল আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৬৭.০৮ মার্কিন ডলার। এদিন বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে খানিকটা। বুধবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৬৭.২০ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬২৩.২০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দামও কমে হয়েছে ৯৫.২৫ টাকা। আর দাম একই রয়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে রয়েছে ৯৫.৪০ টাকা।