Aadhaar-PAN Card: পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করতে আধার-প্যান বাধ্যতামূলক, ঘোষণা কেন্দ্রের
Aadhaar-PAN Details Mandatory of Small Savings Schemes: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে আধার-প্যান বাধ্যতামূলক। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জারি হল বিজ্ঞপ্তি।
স্মল সেভিংস স্কিম (Small Savings Schemes) বা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ৭০ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে লাভবান হবেন এই সমস্ত স্কিমে বিনিয়োগকারীরা। এবার এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হল প্যান ও আধার নম্বর। এই মর্মে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এর ফলে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) ও সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম (SCSC)-এ বিনিয়োগের সময় প্যান ও আধার নম্বর দিতেই হবে বিনিয়োগকারীদের।
গতকালই অর্থ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এখন স্মল সেভিংস স্কিমের কেওয়াইসি প্রক্রিয়ার অংশ হল এই পরিবর্তন। এর আগে আধার নম্বর না দিলেও এই সমস্ত স্কিমে বিনিয়োগ করতে পারতেন নাগরিকরা। তবে এখন এই স্কিমগুলিতে বিনিয়োগ করতে গেলে সাবস্ক্রাইবারদের অন্ততপক্ষে একটি আধার নম্বর দিতেই হবে। আর একটি নির্দিষ্ট সীমার উপরে বিনিয়োগ করার ক্ষেত্রে প্যান নম্বর দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্মল সেভিংস স্কিমে বিনিয়োগকারীদের জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার নম্বর জমা দিতে হবে। আর যাঁরা এই স্কিমে বিনিয়োগ করতে চাইছেন তাঁদের অ্য়াকাউন্ট খোলার ৬ মাসের মধ্যে আধার ও প্যান নম্বর দিতে হবে।
আধার কার্ড বাধ্যতামূলক:
পিপিএফ (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) ও সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম (SCSC)-এ বিনিয়োগের ক্ষেত্রে প্যান ও আধার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেসব সাবস্ক্রাইবারদের আধার কার্ড নেই এখনও তাঁরা এনরোলমেন্ট নম্বর দিতে পারেন। কিন্তু অ্যাকাউন্ট খোলার ৬ মাসের মধ্যে যদি আধার কার্ড না দেওয়া হয় তাহলে স্মল সেভিংস স্কিমের অ্যাকাউন্টটি এই বছরের ১ অক্টোবর থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে।
প্যান কার্ডও বাধ্যতামূলক:
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় প্যান নম্বর জমা দিতেই হবে। আর অ্য়াকাউন্ট খোলার সময় তা না দিলেও দু’মাসের মধ্যে এই নথি দিতেই হবে। তবে কিছু ক্ষেত্রে এই দু’মাসের সীমা মেনে চলা হবে না।
অ্যাকাউন্টে জমা রাশির পরিমাণ ৫০ হাজার টাকার বেশি হলেই প্যান নম্বর দিতে হবে।
কোনও এক মাসে মোট টাকা তোলা পরিমাণ ১০ হাজারের বেশি হলে।
কোনও অর্থবর্ষে জমা রাশির পরিমাণ ১ লক্ষ টাকার বেশি হলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্য়ান ও আধার কার্ড জমা দিতে কোনও বিনিয়োগকারী দিতে ব্যর্থ হলে তাঁর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে।