Gold Hallmark Rules: মেয়ের বিয়ের জন্য সোনার গহনা কিনবেন? হলমার্ক নিয়ে সরকারের এই নিয়ম অবশ্যই জেনে নিন…
Hallmarking Unique ID: এবার থেকে গহনা বিক্রেতারা আর হলমার্ক ছাড়া গহনা বিক্রি করতে পারবেন না। সোনার গহনার ক্ষেত্রে বাধ্যতামূলক হবে হলমার্ক। ১ এপ্রিল থেকেই কেন্দ্রীয় সরকারের তরফে হলমার্ক বিহীন গহনা কেনা ও বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নয়া দিল্লি: সামনেই মেয়ের বিয়ে? সোনার গহনাগাটি কিনতে যাবেন খুব শীঘ্রই? তবে এই খবর জেনে নেওয়া খুব জরুরি। কেন্দ্রীয় সরকারের তরফে আনা হয়েছে নতুন নিয়ম। এবার থেকে গহনা বিক্রেতারা আর হলমার্ক ছাড়া গহনা বিক্রি করতে পারবেন না। সোনার গহনার ক্ষেত্রে বাধ্যতামূলক হবে হলমার্ক। ১ এপ্রিল থেকেই কেন্দ্রীয় সরকারের তরফে হলমার্ক বিহীন গহনা কেনা ও বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যারা এতদিন হলমার্ক বিহীন গহনা বিক্রি করেছেন, তাদের রাতারাতি যাতে সমস্যার মুখে পড়তে না হয়, তার জন্য সরকারের তরফে সামান্য ছাড়ও দেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুন অবধি গহনা প্রস্তুতকারক ও বিক্রেতারা তাদের স্টকে থাকা গহনা বিক্রি করতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা।
মার্চ মাসেই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল, এপ্রিল থেকে আর হলমার্ক ছাড়া সোনার গহনা বিক্রি করা যাবে না। তবে বহু গহনা বিক্রেতাই জানান যে তাদের আগে থেকে তৈরি করা গহনাগুলি কী করে বিক্রি করা যাবে? এরপরই কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে সমস্ত গহনা প্রস্তুতকারকরা আগে থেকে গহনা তৈরি করে রেখেছিলেন, তারা আগামী ৩০ জুন অবধি ওই গহনা বিক্রি করতে পারবেন। অর্থাৎ বর্তমানে গহনা বিক্রেতাদের হাতে তিন মাস সময় রয়েছে পুরনো গহনা বিক্রি করে দেওয়ার জন্য। তবে এক্ষেত্রে সরকার একটা শর্ত রেখেছে, বলা হয়েছে ২০২১ সালের জুলাই মাসের আগে যে গহনা তৈরি করা হয়েছে, সেই হলমার্কবিহীন গহনাই বিক্রি করা যাবে।
উপকৃত হবেন ১৬ হাজার গহনা প্রস্তুতকারক-
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে ১৬ হাজার গহনা ব্য়বসায়ীরা উপকৃত হবেন। যে সমস্ত গহনা প্রস্তুতকারক বা বিক্রেতাদের কাছে ২০২১ সালের জুলাই মাসের আগে হলমার্কবিহীন গহনা আছে, তাঁরা আগামী তিন মাসের মধ্য়ে গহনা বিক্রি করতে পারবেন। ১৬ হাজারের বেশি এর ফলে উপকৃত হবেন।
৩০ জুনের পর থেকে বিক্রি করা যাবে না হলমার্ক ছাড়া গহনা-
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুনের পর থেকে হলমার্ক ছাড়া গহনা বিক্রি করা যাবে না। ১ এপ্রিল থেকে তৈরি সমস্ত গহনায় ৬ সংখ্যার হলমার্ক থাকা বাধ্যতামূলক।