Micron Technology-র সঙ্গে মউ স্বাক্ষর গুজরাট সরকারের, হতে পারে ২০,০০০ কর্মসংস্থান
MoU with Micron Technology: বুধবার (২৮ জুন) আহমেদাবাদের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসম্বল এবং পরীক্ষাকেন্দ্র স্থাপন করার বিষয়ে মাইক্রন টেকনোলজির সঙ্গে মউ স্বাক্ষর করল গুজরাট সরকার। আগামী ৫ বছরে অন্তত ২০,০০০ কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন সফরের সময়, ওয়াশিংটনে মাইক্রন সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও, ভারতীয়-মার্কিন নাগরিক সঞ্জয় মেহরোত্রার সঙ্গে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। তারপরই, মার্কিন সংস্থাটি ভারতে বড় মাপের লগ্নির কথা জানিয়েছিল। প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট বাইডেনের যৌথ বিবৃতিতেও ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন এবং উদ্ভাবনের বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার কথা উল্লেখ করা করা হয়েছিল। এই মউ স্বাক্ষরকে দুই রাষ্ট্রপ্রধান ‘সেমিকন্ডাক্টর ইনসেনটিভ প্রোগ্রামগুলির সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছিলেন। এর ফলে, বাণিজ্যিক সুযোগ, গবেষণা, প্রতিভা, এবং দক্ষতার উন্নয়ন ঘটবে বলে জানানো হয়েছিল যৌথ বিবৃতিতে। পরবর্তী পাঁচ বছরে ৫০০০ সরাসরি চাকরি এবং ১৫,০০০ অন্যান্য চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
মাইক্রন ছাড়াও, ‘অ্যাপ্লায়েড মেটেরিয়ালস’ নামে আরও এক সেমিকন্ডাক্টর সংস্থা আগামী ৪ বছরের মধ্যে ভারতে ৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি কোলাবোরেটিভ ইঞ্জিনিয়ারিং সেন্টার তৈরি করবে বলে জানিয়েছে। এছাড়া, ল্যাম রিসার্চ নামে একটি ওয়েফার-ফ্যাব্রিকেশন ইকুপমেন্ট সাপ্লায়ার সংস্থা, ভার্চুয়াল ফেব্রিকেশন প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতের ৬০,০০০ হাই-টেক ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে।