Petrol-Diesel: পেট্রোল-ডিজেলের কর থেকে কত টাকা আয় হল কেন্দ্রের? হিসেব দিলেন অর্থমন্ত্রী
Petrol-Diesel: গত তিন অর্থ বর্ষে পেট্রোল ও ডিজেলের কর থেকে মোট ৮.০২ লক্ষ কোটি টাকা আয় করেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে শুধুমাত্র ২০২০-২১ অর্থবর্ষে আয় হয়েছে ৩.৭১ লক্ষ কোটি টাকা।
নয়া দিল্লি : পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছিল। শেষ পর্যন্ত কর কমিয়ে দাম অনেকটাই কমিয়েছে কেন্দ্র। গত তিন বছরে এই জ্বালানি তেলের কর থেকে কত টাকা আয় হল, তারই হিসেব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তিনি জানিয়েছেন, গত তিন আর্থিক বছর মিলিয়ে পেট্রোল ও ডিজেলের কর থেকে কেন্দ্রীয় সরকারের মোট ৮.০২ লক্ষ কোটি টাকা আয় হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ২০২০-২১ অর্থবর্ষে আয় হয়েছে ৩.৭১ লক্ষ কোটি টাকা। মঙ্গলবার লোকসভায় এই হিসেব পেশ করেছেন তিনি।
অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থবর্ষে পেট্রোল ও ডিজেল থেকে শুল্ক বাবদ সরকারের হাতে এসেছে ২ লক্ষ ১০ হাজার ২৮২ কোটি টাকা, ২০১৯-২০ -তে শুল্ক বাবদ এসেছে ২ লক্ষ ১৯ হাজার ৭৫০ কোটি টাকা ও ২০২০-২১ অর্থবর্ষে ৩ লক্ষ ৭১ হাজার ৯০৮ কোটি টাকা মিলেছে।
মঙ্গলবার সংসদে এ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০১৮ সালের ৫ অক্টোবর পর্যন্ত লিটার প্রতি পেট্রোলের দামের উপর আবগারি শুল্ক বসানো হয়েছিল ১৯ টাকা ৪৮ পয়সা। আর ২০২১-এর ৪ নভেম্বরে সেই শুল্ক বেড়ে হয়েছে ২৭ টাকা ৯০ পয়সা। পাশাপাশি ঠিক ওই একই সময়ে অর্থাৎ ২০১৮-র ৫ অক্টোবর পর্যন্ত লিটার প্রতি ডিজেলের উপর আবগারি শুল্ক বসানো হয়েছিল ১৩ টাকা ৩৩ পয়সা, ২০২১-এর নভেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে লিটার প্রতি ২১ টাকা ৮০ পয়সা। এর ফলেই মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল জ্বালানির দাম।
২০২১ সালের ২ ফেব্রুয়ারি থেকে ক্রমশ আবগারি শুল্ক বাড়তে থাকে। পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক বেড়ে দাঁড়ায় ৩২ টাকা ৯৮ পয়সা ও ৩১ টাকা ৮৩ পয়সা। কিন্তু, দীপাবলির আগে ফের সেই দাম কমিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে তা কমে দাঁড়িয়েছে পেট্রোলে ২৭ টাকা ৯০ পয়সা ও ডিজেলে ২১ টাকা ৮০ পয়সা।
দীপাবলিতে দাম কমানোর কথা ঘোষণা করে কেন্দ্র। এই সিদ্ধান্তে স্বস্তি ফেরে সাধারণ মানুষের। ১০০ পার করে ফেলেছিল পেট্রোল ও ডিজেলের দাম। দেশের প্রায় সব শহরেই ১১০ পেরিয়েছে এক লিটার পেট্রোলের দাম আর ডিজেলের দাম লিটার প্রতি ১০০ পার করে। মধ্যবিত্তের কথা মাথায় রেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: Pre Budget Consultations: আগামী কাল থেকে শুরু হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রাক বাজেট বৈঠক