AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake medicine: দেশে জাল ওষুধে ছেয়ে গিয়েছে, চিনবেন কীভাবে?

Fake medicine: ডাক্তারদের পরামর্শ অনুযায়ী অর্থাৎ প্রেসক্রিপশন দেখিয়েই ওষুধ কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, দোকানে গিয়ে 'এই ট্যাবলেট দিন' বলা বন্ধ করতে হবে। পাশাপাশি ক্যাশমেমো দেখে নেওয়া উচিত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ থেকে ওষুধ ব্যবসায়ীরা। তাঁরা জানাচ্ছেন, ক্যাশমেমোয় ওষুধের সব বিবরণ দেওয়া থাকে। সেগুলি ওষুধের সঙ্গে মিলিয়ে নিতে হবে।

| Edited By: | Updated on: Dec 22, 2023 | 9:01 AM
Share

নয়া দিল্লি: জাল ওষুধে ছেয়ে গিয়েছে দেশ! এটা ভয় দেখানো কথা নয়, সম্প্রতি কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ভারতের ওষুধের বাজারের ১০-১৫ শতাংশ জাল ওষুধ। ডায়াবেটিস, ক্যানসারের মতো জীবনদায়ী ওষুধও জাল বেরোচ্ছে। ইতিমধ্যে অনলাইনে ওষুধ ব্যবসা ও ডিসকাউন্টে ওষুধ দেওয়ার ব্যবসা বাড়ার সঙ্গে-সঙ্গে জাল ওষুধের রমরমা বাড়ছে বলে দাবি চিকিৎসক থেকে ওষুধ ব্যবসায়ী সংগঠনের। জাল ওষুধের ব্যবসা ঠেকাতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে ভারত সরকারের ড্রাগ স্টান্ডার্ড কন্ট্রোলের অর্গানাইজেশন (CDSCO)। তবে কেবল সরকারের তরফে অভিযান চালিয়ে এই ব্যবসা বন্ধ করা যাবে না, ক্রেতাদেরও সতর্ক হতে হবে। কীভাবে জাল ওষুধ চেনা যাবে, সে বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

জাল ওষুধ চিনবেন কীভাবে?

১)কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, ওষুধ কেনার সময় সেগুলি ভাল করে খতিয়ে দেখে নিতে হবে। যেমন, ট্যাবলেট বা ক্যাপসুলের কোথাও কোনও অংশ ভাঙা কিনা দেখে নিতে হবে।

২) ট্যাবলেট বা ক্যাপসুলের মোড়কের আকার, আকৃতি, রং দেখে নিতে হবে। অর্থাৎ যে ওষুধটি দীর্ঘদিন ধরে খাচ্ছেন, হঠাৎ করে সেই ওষুধের রং, আকার বা মোড়কে পরিবর্তন হয়, তাহলে সেই ওষুধটির কম্পোজিশন খতিয়ে দেখতে হবে।

৩) সিরাপ, টনিকের ক্ষেত্রে বোতলের প্যাকেজিং বা সিল দেখে নিতে হবে। এক্ষেত্রেও পরিবর্তন হলে বোতলের গায়ে লেবেলে লেখা কম্পোজিশন ঠিকমতো দেখতে হবে।

এছাড়া ডাক্তারদের পরামর্শ অনুযায়ী অর্থাৎ প্রেসক্রিপশন দেখিয়েই ওষুধ কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, দোকানে গিয়ে ‘এই ট্যাবলেট দিন’ বলা বন্ধ করতে হবে। পাশাপাশি ক্যাশমেমো দেখে নেওয়া উচিত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ থেকে ওষুধ ব্যবসায়ীরা। তাঁরা জানাচ্ছেন, ক্যাশমেমোয় ওষুধের সব বিবরণ দেওয়া থাকে। সেগুলি ওষুধের সঙ্গে মিলিয়ে নিতে হবে। সেক্ষেত্রে ডিসকাউন্টের আশায় অনলাইনে ওষুধ কেনার বদলে দোকানে গিয়ে ওষুধ কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

জাল ওষুধ প্রতিরোধে কেন্দ্রের পদক্ষেপ

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রতিটি ওষুধের মোড়কের গায়ে ইউনিক অথেন্টিকেশন কোড লেখা থাকে। যদি কোনও ওষুধ কেনার পর সেই ওষুধ সম্পর্কে সন্দেহ হয়, তাহলে সেই কোড ৯৯০১০৯৯০১০ নম্বরে SMS করতে হবে। সেই SMS অনুযায়ী, ওষুধটি যেখানে তৈরি সেখান থেকেই অথেনটিকেশন মেসেজ পাওয়া যাবে।

সবমিলিয়ে, জাল ওষুধের রমরমা ঠেকাতে ক্রেতাদের সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎক, ওষুধ ব্যবসায়ী সংগঠন থেকে কেন্দ্রীয় সরকার।