Gold, Silver, Platinum Rates: আর বাড়ল না সোনার দাম, তবে শীতেও ঘাম ঝরাচ্ছে রুপো-প্ল্যাটিনামের দর
Gold, Silver, Platinum Rates: বিয়ের মরশুমে বিগত কয়েকদিন সোনার দাম নিম্নমুখী থাকলেও, গত কালই এক ধাক্কায় অনেকটা বেড়েছিল সোনার দাম। তবে, এদিন আর দাম বাড়েনি। সোনার দাম অপরিবর্তিত থাকলেও, দাম বেড়েছে রুপো এবং প্ল্যাটিনামের।
কলকাতা: বৃহস্পতিবার একধাক্কায় সাড়ে তিন হাজার টাকা বেড়েছিল সোনার দাম। তবে শুক্রবার (২২ ডিসেম্বর), অপরিবর্তিতই রইল সোনার দাম। সোনার দাম অপরিবর্তিত থাকলেও, দাম বেড়েছে রুপো এবং প্ল্যাটিনামের। বিয়ের মরশুমে বিগত কয়েকদিন সোনার দাম নিম্নমুখী থাকলেও, গত কালই এক ধাক্কায় অনেকটা বেড়েছিল সোনার দাম। তবে, এদিন আর দাম বাড়েনি। এদিন, যদি সোনা, রুপো বা প্ল্যাটিনাম কিনতে চান, তার আগে জেনে নিন এই তিন মূল্যবান ধাতুর বাজারদর। তবে, নিম্ন লিখিত সোনা, রুপো বা প্ল্যাটিনামের দরের মধ্যে জিএসটি. টিসিএস এবং অন্যান্য শুল্ক ধরা হয়নি। কাজেই, দোকানে কিনতে গেলে, এই দামের থেকে আরও কিছুটা বেশি খরচ পড়বে।
২২ ক্যারেট সোনার দাম
আজ, শুক্রবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৫৭,৭৫০ টাকা। বুধবার, ১০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম ছিল ৫৭,৪০০ টাকা। বৃহস্পতিবার, একধাক্কায় ৩৫০ টাকা দাম বেড়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পৌঁছেছিল ৫৭,৭৫০ টাকায়। এদিন তার থেকে আর দাম বাড়েনি।
২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও অপরিবর্তিত রয়েছে। বৃহস্পকতিবারের মতো, এদিনও ২৪ ক্যারেটের ১০ গ্রম সোনার দাম পড়বে ৬৩,০০০ টাকা। বুধবার ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৬২,৬২০ টাকা। অর্থাৎ একদিনে দাম বেড়েছিল ৩৮০ টাকা। এদিন দাম অপরিবর্তিই থাকল।
১৮ ক্যারেট সোনার দাম
১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ পড়বে ৪৭,২৫০ টাকা। এই ক্ষেত্রেও দামের কোনও পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে দাম বেড়েছিল ২৯০ টাকা।
রুপোর দাম
সোনার দাম অপরিবর্তিত থাকলেও, এদিন ফের দাম বেড়েছে রুপোর। এদিন, ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৯,২০০ টাকা। গতকালের থেকে দাম বেড়েছে ৭০০ টাকা। বৃহস্পতিবারও রুপোর দাম অনেকটা বেড়েছিল। কেজি প্রতি একদিনে ১,০০০ টাকা দাম বেড়েছিল। অর্থাৎ গত দুদিনে কেজি প্রতি ১৭০০ টাকা বাড়ল রুপোর দাম।
প্ল্যাটিনামের দাম
রুপোর মতো দাম বেড়েছে প্ল্যাটিনামেরও। ১০০ গ্রাম প্ল্যাটিনামের আজ পড়বে ২,৫৯,৪০০ টাকা। গতকাল ১০০ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৫৯,১০০ টাকা। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় এমূল্যবান ধাতুর দাম বেড়েছে ৩০০ টাকা।