PAN-Aadhaar Link: আপনার PAN-Aadhaar লিঙ্ক করা কি না ভুলে গিয়েছেন? কয়েক সেকেন্ডে এই উপায়ে চেক করে নিন

PAN-Aadhaar Link: প্যান-আধার লিঙ্কিংয়ের ডেডলাইন ৩১ মার্চ। হাতে আর বেশিদিন সময় নেই।

PAN-Aadhaar Link: আপনার PAN-Aadhaar লিঙ্ক করা কি না ভুলে গিয়েছেন? কয়েক সেকেন্ডে এই উপায়ে চেক করে নিন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 12:04 PM

শিয়রেই নিঃশ্বাস ফেলছে ডেডলাইন। আর হাতে মাত্র কয়েকটা দিন। ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড (PAN Card) ও আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক করা না হলে বিপদ। জরিমানা তো চাপবেই। পাশাপাশি কোনও আর্থিক লেনদেনে প্যান কার্ডের ব্যবহার করতে পারবেন না। একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই এটাই শেষ সুযোগ। প্যান ও আধার কার্ড লিঙ্ক করা না থাকলে এই ৯ দিনের মধ্যেই সেই কাজ সেরে ফেলতে হবে। কিন্তু আপনার প্যান কার্ড ও আধার কার্ড কি লিঙ্ক করা আগেই হয়ে গিয়েছে? বা করা হয়েছে কি না খেয়াল করতে পারছেন না? তাহলে কীভাবে জানবেন প্যান-আধার লিঙ্ক রয়েছে কি না? বিস্তারিত জানুন এখানে।

কীভাবে চেক করবেন PAN-Aadhaar লিঙ্ক হয়েছে কি না?

আয়কর দফতরের পোর্টালে লগ ইন না করেই দেখা যেতে পারে লিঙ্কিং স্টেটাস

প্রথমে e-Filing পোর্টালে যান (এখানে ক্লিক করুন)

তারপর Link Your PAN- এ ক্লিক করুন

একটি নতুন পেজ খুলবে। সেখানে PAN নম্বর (PAN Numbers) ও আধার নম্বর (Aadhaar Number) দিন।

তারপর নিচে View Link Aadhaar Status-এ ক্লিক করুন

আর আপনার প্যান-আধার লিঙ্ক করা কি না তা স্ক্রিনেই দেখা যাবে। না থাকলে শীঘ্রই লিঙ্ক করিয়ে নিতে ভুলবেন না।

SMS করে জেনে নিন Aadhaar-PAN Link হয়েছে কি না :

প্রথমেই টাইপ করুন UIDPAN, তারপর একটা স্পেস দিয়ে দিন।

ওই স্পেসের পরে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন।

আবার একটা স্পেস দিন। তারপরে ১০ ডিজিটের PAN নম্বরটি দিয়ে দিন।

তারপর SMS টি 567678 বা 56161-এর মধ্যে যে কোনও একটি নম্বরে পাঠিয়ে দিন।

আপনার PAN card-র সঙ্গে Aadhaar Card লিঙ্ক করা থাকলে সেই বিষয়ে SMS- এ জানিয়ে দেওয়া হবে।

কীভাবে PAN-Aadhaar লিঙ্ক করবেন?

আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন

Quick Link বিভাগে যান এবং Link Aadhar-এ ক্লিক করুন

একটি নতুন উইন্ডো আসবে, আপনার আধার বিবরণ, প্যান এবং মোবাইল নম্বর লিখুন।

‘I validate my Aadhar details’ অপশনটি বেছে নিন

আপনি আপনার নিবন্ধিত ফোন নম্বরে একটি OTP পাবেন। এটি পূরণ করুন এবং ‘Validate’ এ ক্লিক করুন।

জরিমানা দেওয়ার পরে আপনার PAN আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা হবে।