বর্তমানে পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ডের মতো অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্যান কার্ড। আয়কর ফাইল করা থেকে শুরু করে ব্যাঙ্কিং ক্ষেত্রে যে কোনএ কাজে প্যান কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ।
কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, "ব্যাঙ্কগুলিকে বিভিন্ন নন-ফেস-টু-ফেস চ্যানেলের মাধ্যমে পৃথক গ্রাহকদের এই ধরনের স্ব-ঘোষণার সুবিধা প্রদান করার পরামর্শ দেওয়া হয়েছে।"
সাধারণত প্রতিটি ব্যক্তির একটি করেই প্যান কার্ড হয়। কোনও ব্যক্তির যদি কোনভাবে নামের বানান বদলে বা অন্য কোনও উপায়ে একটির বেশি প্যান কার্ড থাকে, তাহলে ধরা পড়লে জরিমানা হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত।
কোনও ব্যাঙ্কিং ক্ষেত্র বা যে কোন ফর্ম ফিলাপের ক্ষেত্রে প্যান কার্ডের ১০টি নম্বর ঠিকমতো দিতে হবে। কোথাও যদি প্যান নম্বর ভুল হয় অথবা প্যান কার্ডের নামে যে বানান রয়েছে সেই বানান যদি না মেলে তাহলেও জরিমানা হতে পারে ১০ হাজার টাকা।
RBI জানিয়েছে, ব্যাঙ্কের শাখায় না গিয়ে গ্রাহকরা রেজিস্টার্ড ইমেল আইডি, রেজিস্টার্ড মোবাইল নম্বর, এটিএম, ডিজিটাল চ্যানেল (যেমন অনলাইন ব্যাঙ্কিং/ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল অ্য়াপ্লিকেশন), চিঠির মাধ্য়মে পুনরায় KYC করতে পারেন।
প্যান কার্ড হাতে আসার পর যদি সেটিতে নাম বা বাড়ির ঠিকানা অথবা নামের বানানে কোনও ভুল ধরা পড়ে, তাহলে অবিলম্বে সেই ভুল শুধরে নেওয়া উচিত। ই গভমেন্ট টেকনোলজি লিমিটেড অথবা UTIITSL পোর্টালের মাধ্যমে অনলাইনে প্যান কার্ডের ভুল সংশোধন করা যেতে পারে।
বর্তমানে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ না থাকলে প্যান কার্ড বা আধার কার্ড বাতিল পর্যন্ত হতে পারে।