Bangla NewsBusiness If yoir PAN with Aadhaar not linked then banking service may stopped
৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়, এই কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে লেনদেন
ফাইল চিত্র।
Follow Us:
আপনি যদি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহক হন তাহলে অবশ্যই এই খবর জানা জরুরি। যদি প্যান ও আধার কার্ড সংযুক্ত না করা হয়ে থাকে, তাহলে আপনার ব্যাঙ্কের সব পরিষেবাই বন্ধ হয়ে যেতে পারে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে। তার মধ্যে সংযুক্ত না করা হলে ৩০ সেপ্টেম্বরের পরে প্যান কার্ডটি আর কার্যকর বলে ধরা হবে না।
ব্যাঙ্কের তরফ থেকে সব গ্রাহককে যা প্যান ও আধার সংযুক্তির কথা বলা হয়েচে। টু্ইটারেও এই বার্তা দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে। টুইটারে স্টেট ব্যাঙ্কের তরফে লেখা হয়েছে যে, ‘আমরা আমাদের গ্রাহকদের প্যান ও আধার কার্ড সংযুক্ত করতে বলছি। যাতে ব্যাঙ্কিং পরিষেবায় কোনও বাধা না আসে, তার জন্য এই সংযুক্তিকরণ করানোর কথা বলা হয়েছে।’ প্যান ও আধার যুক্ত না হলে এই ব্যাঙ্কের গ্রাহকদের লেনদেন অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে যেতে পারে।
কী ভাবে যোগ করবেন প্যান কার্ড ও আধার কার্ড? এর বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। এসএমএসের মাধ্যমে এই প্রক্রিয়া সম্ভব। আপনাকে ৫৬৭৬৭৮ কিংবা ৫৬১৬১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসে লিখতে হবে UIDPAN<স্পেস>১২ সংখ্যার আধার নম্বর<স্পেস>১০ সংখ্যার প্যান নম্বর। যদি আপনার আধার নম্বর 111122223333 ও আপনার প্যান নম্বর AAAPA9999Q হয় তাহলে আপনাকে এসএমএসে লিখতে হবে UIDPAN 111122223333 AAAPA9999Q।
আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক যাচাই করতে হলে www.incometaxindiaefiling.gov.in-এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে লিঙ্ক আধার অপশন আসবে। এরপর লিঙ্ক আধার অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে। সেখানে ক্লিক হেয়ার অপশন আসবে। সেই অপশনে ক্লিক করলে আধার কার্ড ও প্যান কার্ডের নম্বর দেওয়ার অপশন আসবে। দুটি নম্বর দিলেই বুঝতে পারবেন আধার ও প্যান কার্ডের মধ্যে লিঙ্ক আছে কি না!