Farmers Money: অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে লক্ষাধিক টাকা
Farmers Money: অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে একাধিক পরিকল্পনা রয়েছে সে রাজ্যের বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই জানিয়েছেন, ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। রাজ্যের কৃষকদের বোনাস পরিশোধ করা হবে ওই দিন।
ছত্তীসগঢ়: সম্প্রতি ছত্তীসগঢ়ে ক্ষমতায় এসেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব প্রতিশ্রুতি পূরণ করার জন্য বদ্ধপরিকর সে রাজ্যের সরকার। তাই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে কৃষকদের বিশেষ উপহার দিতে চলেছে বিজেপি সরকার। কৃষকদের জন্য থাকছে বিশেষ চমক। ২ বছর ধরে বকেয়া থাকা বোনাস কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এর আগে ছত্তীসগড় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন দিয়েছে এবং কৃষকদের কাছ থেকে প্রতি একরে ২১ কুইন্টাল করে ধান ৩১০০ টাকায় কেনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। আর এবার এখন রাজ্যের ১৮ লক্ষেরও বেশি কৃষক পরিবার কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন।
অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে একাধিক পরিকল্পনা রয়েছে সে রাজ্যের বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই জানিয়েছেন, ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। রাজ্যের কৃষকদের বোনাস পরিশোধ করা হবে ওই দিন। এই পদক্ষেপ কৃষকদের আরও বেশি স্বাবলম্বী হতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
প্রতিশ্রুতি পূরণ করতে মুখ্যমন্ত্রী সাইয়ের নির্দেশ অনুযায়ী কৃষি দফতরের তরফে প্রস্তুতি শুরু হয়েছে। ২৫ ডিসেম্বর থেকে রাজ্য স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত এই বোনাসের অর্থ প্রদানের কর্মসূচি শুরু হবে।