Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দারুণ খবর! আগামী মাস থেকেই ব্যাঙ্কে ঢুকবে বকেয়া ডিএ, একলাফে কত টাকা বেতন বাড়বে জানেন?

ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ বর্তমানে ১৭ শতাংশ হলেও আগামী মাস থেকেই তা আরও ১১ শতাংশ বাড়তে পারে, অর্থাৎ ২৮ শতাংশ হারে ডিএ আসবে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

দারুণ খবর! আগামী মাস থেকেই ব্যাঙ্কে ঢুকবে বকেয়া ডিএ, একলাফে কত টাকা বেতন বাড়বে জানেন?
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Jun 11, 2021 | 12:47 PM

নয়া দিল্লি: করোনাকালে আটকে গিয়েছিল সরকারি কর্মীদের ডিএ (DA)। তবে আর এক মাসের অপেক্ষা, তারপরই মোটা অঙ্কের মাইনে ঢুকবে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই সপ্তম পে কমিশন (7th Pay Commission) সংসদে জানিয়েছে, ১ জুলাই থেকেই আটকে থাকা ডিএ(DA) ও ডিআর(DR) দেওয়া শুরু হবে।

সূত্র অনুযায়ী, ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ বর্তমানে ১৭ শতাংশ হলেও আগামী মাস থেকেই তা আরও ১১ শতাংশ বাড়তে পারে, অর্থাৎ ২৮ শতাংশ হারে ডিএ আসবে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একসঙ্গে ১১ শতাংশ ডিএ বাড়ার কারণ হিসাবে বলা হচ্ছে, গতবছরের জানুয়ারি থেকে জুন মাসের ৩ শতাংশ, জুলাই থেকে ডিসেম্বরের ৪ শতাংশ ও চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস অবধি বকেয়া থাকা ৪ শতাংশ ডিএ একযোগে এসে ১১ শতাংশে দাঁড়াচ্ছে। বর্তমানে ডিএ হারের সঙ্গেই তা যোগ হয়ে ২৮ শতাংশে বেড়ে দাঁড়াতে পারে।

কেন্দ্রীয় সরকারের বেতনক্রম অনুযায়ী, একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা। এর উপর ১৫ শতাংশ ডিয়ারনেন্স অ্যালাওয়েন্স যোগ হবে, ফলে মাসিক বেতনে একযোগে অতিরিক্ত ২ হাজার ৭০০ টাকা করে যোগ হবে। বার্ষিক হিসাবে ডিএ খাতে ৩২ হাজার ৪০০ টাকা যোগ হবে।

আগামী মাস থেকেই ডিএ সুবিধা পাবেন ৫০ লক্ষ সরকারি কর্মী ও ৬৫ লক্ষেরও বেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে সপ্তম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশকেও মাথায় রাখতে হবে। অর্থাৎ যদি কোনও কর্মচারির বেসিক বেতন ২০ হাজার টাকা হয়, তবে তা এককালীন বেতন বেড়ে ৫১ হাজার ৪০০ টাকা হবে।

আরও পড়ুন: ভ্যাকসিন নেওয়া থাকলেই অতিরিক্ত সুদ মিলবে ব্যাঙ্কে