Emerging India: উদীয়মান বাজারগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বে এক নম্বরে ভারত: রিপোর্ট
India: বিশ্বের উদীয়মান বাজারগুলিতে বিভিন্ন দেশের ২০২২ ও ২০২৩ সালের বিনিয়োগের একটি রূপরেখাও তুলে ধরেছেন বালাজি। সেই রূপরেখায় দেখা যাচ্ছে, ২০২২ সালে ভারতে বিনিয়োগের পরিমাণ ছিল ৬৬ শতাংশ, চলতি বছর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ শতাংশ।
নয়া দিল্লি: বর্তমান বিশ্বে বিনিয়োগ ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে ভারত (India)। উদীয়মান বাজারগুলিতে (Emerging Market) বিনিয়োগের ক্ষেত্রে এক নম্বরে উঠে এসেছে ভারত। সম্প্রতি বালাজি-র টুইটে এমনই তথ্য উঠে এসেছে। শুধু তাই নয়, ৮৫টি সার্বভৌম সম্পদ তহবিল এবং ৫৭টি কেন্দ্রীয় ব্যাঙ্কে ২১ ট্রিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি রয়েছে বলেও টুইট করেছেন তিনি।
বিশ্বের উদীয়মান বাজারগুলিতে বিভিন্ন দেশের ২০২২ ও ২০২৩ সালের বিনিয়োগের একটি রূপরেখাও তুলে ধরেছেন বালাজি। সেই রূপরেখায় দেখা যাচ্ছে, ২০২২ সালে ভারতে বিনিয়োগের পরিমাণ ছিল ৬৬ শতাংশ, চলতি বছর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ শতাংশ।
ভারতের পর বিনিয়োগের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। যদিও ২০২২ সালের তুলনায় দক্ষিণ কোরিয়ায় বিনিয়োগের হার কিছুটা কমেছে। গত বছর যেখানে দক্ষিণ কোরিয়ায় বিনিয়োগ ছিল ৬১ শতাংশ, চলতি বছর সেটা নেমে দাঁড়িয়েছে ৫৬ শতাংশে। এরপর তৃতীয় স্থানে রয়েছে চিন। ২০২২ সালের তুলনায় চিনে বিনিয়োগের হারও অনেকটা কমেছে। গত বছর চিনে বিনিয়োগ ছিল ৭১ শতাংশ, চলতি বছর সেটা নেমে দাঁড়িয়েছে ৫১ শতাংশে। চিনের সঙ্গে একই স্থানে রয়েছে মেক্সিকো। তবে এই দেশে বিনিয়োগের হার বেড়েছে। ২০২২ সালে মেক্সিকোতে বিনিয়োগের হার ছিল ৩৭ শতাংশ। চলতি বছর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫১ শতাংশ।
এরপর চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। ২০২২ সালে ব্রাজিলে বিনিয়োগের হার ছিল ৩৯ শতাংশ। চলতি বছর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ শতাংশ। তারপরে রয়েছে ইন্দোনেশিয়া। গত বছর এই দেশে বিনিয়োগের হার ছিল ২৭ শতাংশ। এবছর সেটা বেড়ে হয়েছে ৪৪ শতাংশ। তারপর রয়েছে দক্ষিণ আফ্রিকা। গত বছর দক্ষিণ আফ্রিকায় বিনিয়োগের হার ছিল ২৯ শতাংশ। এবছর সেটা বেড়ে হয়েছে ৪১ শতাংশ।
India is now the #1 emerging market to invest in, according to 85 sovereign wealth funds and 57 central banks representing $21T in assets.https://t.co/fp7h3YYoQx pic.twitter.com/3iNVvWk2LW
— Balaji (@balajis) July 10, 2023
অর্থাৎ উদীয়মান বাজারগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে দেশগুলির মধ্যে ভারতে বিনিয়োগের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে, তা এই তালিকা থেকেই স্পষ্ট।