India Post Online Service : স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে বড় ঘোষণা, এবার থেকে অনলাইনে পাবেন ডাকবিভাগের এই পরিষেবাগুলো

India Post Online Service : আজ়াদি কা অমৃত মহোৎসব উপলক্ষে গ্রাহকদের জন্য নয়া ঘোষণা করল ভারতীয় ডাক বিভাগ। এর ফলে অনলাইনেই KVP ও NSC অ্যাকাউন্ট খুলতে পারেন গ্রাহকরা।

India Post Online Service : স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে বড় ঘোষণা, এবার থেকে অনলাইনে পাবেন ডাকবিভাগের এই পরিষেবাগুলো
ফাইল ছবি (সৌজন্যে : PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2022 | 6:43 PM

আজ়াদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ডাক বিভাগের তরফে গ্রাহকদের জন্য নয়া পরিষেবার ঘোষণা করা হয়েছে। ন্য়াশনাল সেভিং সার্টিফিকেট ও কিষাণ বিকাশ পত্রের জন্য অনলাইনে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ও বন্ধ করা যেতে পারে। এতদিন ব্য়বহারকারীরা এই পরিষেবা অনলাইনে উপভোগ করতে পারতেন না। এবার ডিওপি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই পরিষেবা ঘরে বসেই পাবেন। এবার থেকে ব্যবহারকারীরা এনএসসি ও কেভিপি অ্যাকাউন্ট অনলাইনেই খোলা ও বন্ধ করা সম্ভব। পোস্ট অফিসের বাইরে লাইন দেওয়ার দিন শেষ হল।

অনলাইনে এনএসসি বা কেভিপি অ্য়াকাউন্ট খোলার প্রক্রিয়া :

  • DOP ইন্টারনেট ব্য়াঙ্কিং-এ লগ ইন করুন।
  • তারপর ‘General Services’ এ যান। সেখানে থেকে ‘Service Requests’ ও তারপর ‘New Requests’ এ যান।
  • KVP ও NSC অ্যাকাউন্টে ক্লিক করুন।
  • কত টাকার জন্য (সর্বনিম্ন ১০০০ টাকা, তারপর ১০০ টাকার গুণীতকে বিনিয়োগ করা যেতে পারে) NSC অ্য়াকাউন্ট খুলতে চান তা দিন।
  • এরপর পোস্ট অফিসের কোন অ্য়াকাউন্ট থেকে টাকা কাটাতে চান তা দিন।
  • শর্তাবলী পড়ে ‘Click Here’ এ ক্লিক করুন।
  • তারপর অনলাইনে জমা দিন।
  • লেনদেনের পাসওয়ার্ড দিয়ে শেষ করুন।

ইন্টারনেট ব্য়াঙ্কিংয়ের মাধ্যমে NSC বা KVP অ্য়াকাউন্ট বন্ধ করার প্রক্রিয়া :

  • DOP ইন্টারনেট ব্য়াঙ্কিং-এ লগ ইন করুন।
  • তারপর ‘General Services’ এ যান। সেখানে থেকে ‘Service Requests’ ও তারপর ‘New Requests’ এ যান।
  • NSC বা KVP অ্য়াকাউন্ট বন্ধ করার জন্য অপশনে ক্লিক করুন।
  • কোন NSC বা KVP অ্য়াকাউন্ট বন্ধ করতে হবে তা নির্বাচন করুন। পোস্ট অফিসের কোন অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে তা বেছে নিন।
  • অনলাইনে জমা দিন।
  • লেনদেনের পাসওয়ার্ড দিন ও জমা করুন।