Rail Alert: রেলযাত্রীরা সাবধান! এই ৪টি ভুল করলে হতে পারে জেল

Indian Rail: বিনা অনুমতিতে কেউ রেলওয়ে চত্বরে পণ্য বিক্রি বা হকারি করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। এই ধরনের ক্ষেত্রে, ভারতীয় রেলের ১৪৪ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া যেতে পারে। দোষী সাব্যস্ত হলে ১ বছরের কারাদণ্ড এবং ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

Rail Alert: রেলযাত্রীরা সাবধান! এই ৪টি ভুল করলে হতে পারে জেল
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 7:01 AM

নয়া দিল্লি: যাত্রীদের নিরাপদ ভ্রমণের কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে অনেকগুলি নতুন নিয়মকানুন তৈরি করেছে। এই নিয়মগুলি লঙ্ঘন করলে জন্য মোটা টাকা জরিমানা বা শাস্তি হতে পারে। কোন-কোন নিয়ম রয়েছে, আসুন জেনে নেওয়া যাক।

জেল হতে পারে

বিনা অনুমতিতে কেউ রেলওয়ে চত্বরে পণ্য বিক্রি বা হকারি করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। এই ধরনের ক্ষেত্রে, ভারতীয় রেলের ১৪৪ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া যেতে পারে। দোষী সাব্যস্ত হলে ১ বছরের কারাদণ্ড এবং ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

অনেক সময় দেখা যায়, যাত্রীরা চলন্ত ট্রেনে সিট ছেড়ে অন্য বগিতে যাতায়াত করেন। যার ফলে অনেক সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রেও রেলওয়ে আইনের অধীনে ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং দীর্ঘ দূরত্বের ভাড়া পরিশোধের সঙ্গে ২৫০ টাকা জরিমানা করা যেতে পারে।

রেলের টিকিট কেবল রেজিস্টার্ড কাউন্টার বা অনুমোদিত এজেন্টদের মাধ্যমে বিক্রি করা হয়। রেলের অনুমতি ছাড়া কেউ যাত্রীদের কাছে টিকিট বিক্রি করলে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৪৩ ধারার অধীনে ৩ বছরের কারাদণ্ড হতে পারে।

এই নিয়ম রেলওয়ে ওয়েটিং টিকিটে ভ্রমণের অনুমতি দেয় না। শুধুমাত্র কনফার্ম টিকিটে ভ্রমণ করা যাবে। আবার কোনও ট্রেন বাতিল হয়ে গেলে সেই ট্রেনের টিকিটে অন্য ট্রেনে ভ্রমণের অনুমতি থাকে না। ফলে যদি কেউ সেটা করে তাহলে টিটি যাত্রীর কাছ থেকে টিকিটের অর্থ সহ পুরো ভাড়া আদায় করতে পারে। জরিমানা ২৫০ টাকা পর্যন্ত হতে পারে এবং TTE আপনাকে পরবর্তী স্টেশনে নামিয়ে দিতে পারে।