Ayodhya Special Train: রাম মন্দির দর্শনে যাওয়া এখন আরও সহজ, হাওড়া থেকে অযোধ্যার স্পেশাল ট্রেন চালু করছে রেল

Ayodhya: রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় পর্যটন কেন্দ্র গড়ে উঠতে চলেছে। রাম মন্দির দর্শন করতে দেশের পাশাপাশি বিদেশেরও বহু মানুষ আসবেন বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। তাই রাম মন্দির উদ্বোধনের আগেই নতুন করে গড়ে তোলা হয়েছে অযোধ্যা রেলস্টেশন ও অযোধ্যা বিমানবন্দর। অযোধ্যা বিমানবন্দরের আসলে আগে বিমানঘাঁটি ছিল। এখন সেটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছে।

Ayodhya Special Train: রাম মন্দির দর্শনে যাওয়া এখন আরও সহজ, হাওড়া থেকে অযোধ্যার স্পেশাল ট্রেন চালু করছে রেল
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Jan 22, 2024 | 9:32 AM

নয়া দিল্লি: আজ, সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সাধারণ মানুষের রাম মন্দিরে প্রবেশের অধিকার নেই। তবে মঙ্গলবার থেকেই সর্বসাধারণের জন্য খুলে যাবে রাম মন্দিরের দ্বার। দীর্ঘ প্রতীক্ষিত সেই রাম মন্দির দর্শনের জন্য বহু মানুষ উৎকণ্ঠায় রয়েছেন। ইতিমধ্যে আগামী কয়েকদিনের অযোধ্যা যাওয়ার সমস্ত ট্রেন, এমনকি বিমানের টিকিটও বুকিং হয়ে গিয়েছে। তাই এবার স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে খবর, বিভিন্ন রাজ্যে থেকে অযোধ্যার জন্য স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনের নাম দেওয়া হয়েছে আস্থা স্পেশাল ট্রেন। আপাতত ১০০ দিনের জন্য ট্রেনগুলি চালানো হবে। হাওড়া-সহ বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে। সাধারণ মানুষ যাতে অযোধ্যায় রাম মন্দির দর্শনে যেতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা।

আস্থা স্পেশাল ট্রেনের টিকিটের দাম ধার্য করা হয়েছে ১৬০০ টাকা। আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে হবে। ২১ জানুয়ারি, রবিবার থেকেই এই ট্রেনের টিকিটের বুকিং শুরু হয়ে গিয়েছে। ২২ তারিখের পর থেকে এই ট্রেনের যাত্রা শুরু হবে।

প্রসঙ্গত, রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় পর্যটন কেন্দ্র গড়ে উঠতে চলেছে। রাম মন্দির দর্শন করতে দেশের পাশাপাশি বিদেশেরও বহু মানুষ আসবেন বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। তাই রাম মন্দির উদ্বোধনের আগেই নতুন করে গড়ে তোলা হয়েছে অযোধ্যা রেলস্টেশন ও অযোধ্যা বিমানবন্দর। অযোধ্যা বিমানবন্দরের আসলে আগে বিমানঘাঁটি ছিল। নাম ছিল, ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর’। এখন সেটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছে এবং নতুন নাম দেওয়া হয়েছে ‘মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যাধাম’। চলতি মাসে বিমান পরিষেবাও শুরু হয়ে গিয়েছে। দিল্লি থেকে সরাসরি অযোধ্যার বিমান পরিষেবা চালু হয়েছে। সম্প্রতি অযোধ্যা রুটে বন্দে ভারত ট্রেনও চালু করেছে নরেন্দ্র মোদী সরকার।