Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tatkal Ticket: ১৫ এপ্রিল থেকে তৎকাল টিকিটের নিয়মে আসছে বড় পরিবর্তন? বড় আপডেট দিল রেল

Railways: সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু পোস্ট, যেখানে দাবি করা হয়েছে ১৫ এপ্রিল থেকে তৎকালে টিকিট কাটার সময় বদলে যাচ্ছে। প্রিমিয়াম তৎকালের সময়ও বদল হচ্ছে।

Tatkal Ticket: ১৫ এপ্রিল থেকে তৎকাল টিকিটের নিয়মে আসছে বড় পরিবর্তন? বড় আপডেট দিল রেল
তৎকাল টিকিটের সময় বদলাচ্ছে?Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Apr 13, 2025 | 9:22 AM

নয়া দিল্লি: হঠাৎ যদি দূরে কোথাও যাওয়ার দরকার পড়ে, তবে ট্রেনে তৎকাল টিকিটই ভরসা। ভ্রমণের একদিন আগেই তৎকাল টিকিট কাটা যায়। নিশ্চিন্তে সিটে বসে যাতায়াত করতে পারেন যাত্রীরা। তবে আচমকাই হইচই পড়ে গিয়েছে এই তৎকাল টিকিট নিয়ে। শোনা যাচ্ছে, তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম বদলে গিয়েছে। তৎকালে টিকিট কাটার সময় নাকি বদলে গিয়েছে। সত্যিই কি তাই? উত্তর দিল আইআরসিটিসি।

ভারতীয় রেলওয়ের দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের দায়িত্বে রয়েছে আইআরসিটিসি। সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু পোস্ট, যেখানে দাবি করা হয়েছে ১৫ এপ্রিল থেকে তৎকালে টিকিট কাটার সময় বদলে যাচ্ছে। প্রিমিয়াম তৎকালের সময়ও বদল হচ্ছে।

আইআরসিটিসি-র নজরে এই পোস্ট আসতেই  তাদের তরফে জানানো হয়, এই খবর ভুয়ো। তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিংয়ের সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। এজেন্টদের জন্য যে নির্দিষ্ট বুকিং সময়সীমা রয়েছে, তাও পরিবর্তন করা হয়নি।

কতদিন আগে তৎকাল টিকিট কাটা যায়?

  • আইআরসিটিসি-র নিয়ম অনুযায়ী, যাত্রার একদিন আগে অনলাইনে তৎকাল ই-টিকিট কাটা যায়। সকাল ১০টা থেকে এসি ক্লাস অর্থাৎ এসি ২এ, এসি ৩এ-র জন্য বুকিং করা যায়।
  • নন-এসি কোচে তৎকালের বুকিং শুরু হয় সকাল ১১টা থেকে।
  • তৎকাল কোটার অধীনে এই টিকিট বুক হয়। তবে তৎকালে যে কনফার্ম টিকিটই পাওয়া যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। ফার্স্ট ক্লাস এসির ক্ষেত্রে তৎকালে বুকিং হয় না।
  • রেলের নিয়ম অনুযায়ী, একটি পিএনআর-র অধীনে সর্বাধিক ৪ জন যাত্রীর জন্য তৎকাল টিকিট কাটা যায়। সাধারণ টিকিটের দামের সঙ্গে তৎকালের চার্জ যোগ করা হয়।