Work From Home: বদল আনল Infosys, ‘ওয়ার্ক ফ্রম হোমে’র সুযোগ কি থাকছে?
Infosys: মূলত হাইব্রিড ওয়ার্ক মডেলেই কাজ করছে ইনফোসিস। অর্থাৎ মাসে কিছুদিন বাড়ি থেকে ও কিছুদিন অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে কর্মীদের। এবার থেকে বেঁধে দেওয়া হল দিন সংখ্যা। সংস্থায় 'ইনফাইমি' নামে একটি সিস্টেম আছে, তার মাধ্যমে বাড়ি থেকে কাজের জন্য আবেদন করা যাবে।
বেঙ্গালুরু: কোভিড পরিস্থিতি পেরিয়ে নতুন ছন্দে এগোচ্ছে জীবনযাত্রা। গত বছর কোথাও কোথাও করোনা আক্রান্তের খোঁজ মিললেও সংখ্যাটা খুব বেশি নয়। তবে তথ্য় ও প্রযুক্তি সংস্থাগুলিতে এখনও ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে বসে কাজের সুযোগ পাওয়া যাচ্ছে। একেকটি সংস্থায় এক এক রকম নিয়ম। এবার নিয়মে কিছুটা রদবদল করল ইনফোসিস। প্রতি মাসে কতদিন বাড়ি থেকে কাজ করা যাবে, তার একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।
মূলত হাইব্রিড ওয়ার্ক মডেলেই কাজ করছে ইনফোসিস। অর্থাৎ মাসে কিছুদিন বাড়ি থেকে ও কিছুদিন অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে কর্মীদের। এবার থেকে বেঁধে দেওয়া হল দিন সংখ্যা। সংস্থায় ‘ইনফাইমি’ নামে একটি সিস্টেম আছে, তার মাধ্যমে বাড়ি থেকে কাজের জন্য আবেদন করা যাবে।
মাসে ১১ দিন বাড়ি থেকে কাজ করার জন্য আবেদন করা যাবে বলে জানান গিয়েছে, তার থেকে বেশি দিন কাজ করতে চাইলে তা ব্যতিক্রম বলে চিহ্নিত হবে। ম্যানেজার অনুমতি দিলে, তবেই সেই আবেদন মঞ্জুর হবে।
গত বছর ইনফোসিস জানিয়েছিল, জুনিয়র ও মিড লেভেল কর্মীদের মাসে ১০ দিন করে অফিসে হাজিরা দিতে হবে। সংস্থার তরফে একটি টাউন হল মিটিং-এ জানানো হয়েছে, কর্মীদের অফিসে যেতে জোর করা হবে না, তবে একটা রুটিন মেনে চলতে হবে কর্মীদের।