LIC Jeevan Tarun Policy: সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ঘুচবে চিন্তা, শুধু প্রতিদিন ১৪৫ টাকা বিনিয়োগ করুন LIC-র এই পলিসিতে
LIC Jeevan Tarun Policy: সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে LIC-র জীবন তরুণ পলিসিতে বিনিয়োগ করতে পারেন অভিভাবকরা। প্রতিদিন ১৪৫ টাকা বিনিয়োগ করলে স্কিমের মেয়াদপূর্তিতে ৭ লক্ষ টাকা পাবেন সন্তানরা। ফলে তা দিয়েই সন্তানদের বিয়ে, উচ্চশিক্ষার জন্য পড়াশোনার খরচ মেটানো সম্ভব হবে।
দেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম বিমা সংস্থা হল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (Life Insurance Corporation Of India)। দেশজুড়ে লক্ষ লক্ষ গ্রাহক ছড়িয়ে রয়েছে এই বিমা সংস্থার। ভবিষ্যতের জন্য LIC-তে বিনিয়োগ একটি ভাল বিকল্প। বিভিন্ন ধরনের স্কিম অফার করে থাকে এই বিমা সংস্থা। এর মধ্যে অন্যতম হল এলআইসি জীবন তরুণ নীতি। এই পলিসিতে বিনিয়োগ করে সন্তানদের স্কুল শিক্ষা সংক্রান্ত সমস্ত খরচ নিশ্চিত করতে পারেন আপনি। জীবন তরুণ নীতি শিশুদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে।
LIC-এর জীবন তরুণ প্ল্যান হল একটি নন-লিঙ্কড সীমিত প্রিমিয়াম পেমেন্ট প্ল্যান। LIC-র এই মানিব্যাক প্ল্যান শিশুদের সুরক্ষা এবং সঞ্চয় উভয়ের সুবিধা দেয়। এলআইসি জীবন তরুণ পলিসি বিশেষভাবে শিশুদের তাদের ক্রমবর্ধমান আর্থিক এবং শিক্ষাগত চাহিদার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
এভাবেই মানসিক চাপ দূর হবে বাবা-মায়ের :
LIC-র জীবন তরুণ পরিকল্পনায় বিনিয়োগ করতে, সন্তানের বয়স কমপক্ষে ৩ মাস এবং সর্বোচ্চ ১২ বছর হতে হবে। সন্তানদের ২০ বছর বয়স না হওয়া পর্যন্ত আপনি এই পলিসিতে সম্পূর্ণ বিনিয়োগ করতে পারেন। সন্তানের বয়স ২৫ হওয়ার পর তিনি মোট পরিমাণ টাকা তুলে নেওয়ার দাবি করতে পারেন। এতে করে সন্তানের কলেজ ও বিয়ের খরচ নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা কেটে যায়।
মেয়াদপূর্তিতে পাবেন ৭ লক্ষ টাকা :
যদি একজন ব্যক্তি নিজের সন্তানদের ১২ বছর বয়সে পলিসিটি কেনেন এবং প্রতিদিন ১৫০ টাকার একটি ছোট প্রিমিয়াম দেওয়া শুরু করেন তাহলে বার্ষিক প্রিমিয়াম ৫৪ হাজার টাকার কাছাকাছি হবে। এই ক্ষেত্রে ৮ বছরে আপনি ৪.৩২ লক্ষ টাকা জমা দেবেন। এই জমা টাকার উপর ২ লক্ষ ৬৮ হাজার টাকা। এই স্কিমে ২৫ বছর বয়সের মধ্যে আপনার সন্তান প্রায় ৭ লক্ষ টাকার মালিক হয়ে যাবে।