IRCTC Ticket booking: ট্রেনের টিকিট কাটার নিয়ম বদলে গেল! এখন থেকে এই পদ্ধতিতে করতে হবে বুকিং
Online Ticket Booking: অনলাইন পোর্টাল ও অ্যাপে এই বদল আনা হয়েছে। গ্রাহকদের জন্য তাদের মোবাইল নম্বর ও ইমেল আইডি নিয়ে নিয়ে নয়া ফরমান জারি করে এই সংস্থা।
কলকাতা: কাছাকাছি কোথাও হোক বা সুদূর কোনও গন্তব্য, যাতায়াতের ক্ষেত্রে ভারতীয় রেলের (Indian Railway) ওপরই আস্থা রাখেন বেশিরভাগ দেশবাসী। দূরের যাত্রার ক্ষেত্রে রেলই ভরসা সিংহভাগ দেশবাসীর। আগে ট্রেনের টিকিট কাটার জন্য লম্বা লাইন কাটতে হত, কিন্তু অনলাইনে টিকিট বুকিং (Online Ticket Booking) চালু হওয়ার পর থেকে অনেক সহজেই ট্রেনের টিকিট কাটা যায়। ট্রেনের অনলাইন বুকিং পদ্ধতির গোটাটাই সামলায় ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি (IRCTC)। আইআরসিটিসির অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যেমেই এখন বাড়িতে বসে সহজেই টিকিট কাটা যায়। তবে সম্প্রতি অনলাইন টিকিট বুকিং পদ্ধতিতে নয়া বদল এনেছে আইআরসিটিসি। অনলাইন পোর্টাল ও অ্যাপে এই বদল আনা হয়েছে। গ্রাহকদের জন্য তাদের মোবাইল নম্বর ও ইমেল আইডি নিয়ে নিয়ে নয়া ফরমান জারি করে এই সংস্থা। এখন থেকে ওয়েবসাইট বা অ্যাপ থেকে রেলের টিকিট কাটার জন্য প্রত্যেক গ্রাহককে মোবাইল নম্বর ও ইমেল আইডি যাচাই করতে হবে। মোবাইল ওই ইমেল ভেরিফিকেশন ছাড়া এই টিকিট বুকিং করা যাবে না। করোনা অতিমারির শুরু থেকে যারা কোনও টিকিট বুকিং করেননি, তাদের জন্যও এই নিয়ম প্রযোজ্য। কীভাবে নিজের মোবাইল নম্বর ও ইমেল ভেরিফিকেশন করবেন জেনে নিন…
মোবাইল নম্বর ও ইমেল ভেরিফাই করার পদ্ধতি
- প্রথমেই IRCTC-র ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ খুলতে হবে।
- এবার verification window-তে চলে যান।
- এবার নথিভুক্ত মোবাইল নম্বর ও ইমেল আইডি দিন।
- তখনই আপনাকে verification বলে একটি অপশন দেখাবে।
- যাবতীয় তথ্য দিলেই আপনার মোবাইল বা ইমেল আইডিতে একটি OTP আসবে। ওটিপি দিলেই মোবাইল ও ইমেল ভেরিফাই হয়ে যাবে।
ভেরিফিকেশনের পর কীভাবে বুকিং করবেন?
- IRCTC পোর্টাল অথবা অ্যাপে চলে যেতে হবে।
- Username and password দিয়ে লগইন করতে হবে
- কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চান তা নির্বাচন করতে হবে।
- ট্রেন নির্বাচন করে ‘Book Now’ অপশনে ক্লিক করুন।
- যাত্রীর নাম, বয়স সহ যাবতীয় তথ্য দিন।
- Make Payment অপশনে গিয়ে টাকা দিলেই আপনার টিকিট বুক হয়ে যাবে।