Bank Holidays for November 2022: আগামী ৮ নভেম্বর বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা? জেনে নিন বিস্তারিত

Bank Holidays for November 2022: গুরু নানক জয়ন্তীর দিন বেশ কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। ত্রিপুরা, গুজরাটে অবশ্য খোলা থাকবে ব্যাঙ্ক।

Bank Holidays for November 2022: আগামী ৮ নভেম্বর বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা? জেনে নিন বিস্তারিত
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2022 | 7:40 PM

অনেকের মনের মধ্যে প্রশ্ন জেগেছে গুরু নানক জয়ন্তীর দিন ব্যাঙ্কের (Bank Holiday) কাজ বন্ধ থাকবে কি না। অনেকেই বিভিন্ন কারণে প্রতিদিন ব্য়াঙ্কের দ্বারস্থ হন। বিশেষ করে মাসের প্রথম দিকে পেনশন নেওয়ার জন্য ষাটোর্ধ্বদের ভিড় দেখা যায় ব্যাঙ্কে। অনেকেই খুব কষ্ট করে বিভিন্ন কাজ ফেলে রেখে ব্যাঙ্কে ছুটে যান। কিন্তু কাজ না করেই খালি হাতে ফিরতে হলে সেই দিনটা নষ্ট হয়। তাই আগেভাগেই ছুটির দিন দেখেই ব্যাঙ্কে যাওয়া ভাল। আর আগামী ৮ নভেম্বর যদি কেউ ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে তা বাতিল করাই শ্রেয়। কারণ সেদিন বেশ কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা।

আগামী ৮ নভেম্বর গুরু নানক জয়ন্তী বা কার্ত্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা উদযাপন হয় বেশ কিছু রাজ্যে। এই উপলক্ষে দেশের বেশ কিছু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকলেও সমগ্র ভারতে বন্ধ থাকবে না ব্যাঙ্কের দরজা। ত্রিপুরা, গুজরাট, কর্নাটক, তামিলনাড়ু, সিকিম, অসম, মণিপুর, গোয়া, কেরল, বিহার ও মেঘালয়ে বন্ধ থাকবে না ব্যাঙ্ক। আর এই তালিকায় নেই কলকাতা। অর্থাৎ, গুরু নানক জয়ন্তী উপলক্ষে রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এক নজরে দেখে নিন ব্যাঙ্কের ছুটির তালিকা:

১ নভেম্বর: কান্নাড়া রাজ্যোৎসব/ কুট। বেঙ্গালুরু ও ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৬ নভেম্বর: রবিবার

৮ নভেম্বর: গুরু নানক জয়ন্তী/ কার্ত্তিক পূর্ণিমা/ রাস পূর্ণিমা। এদিন কলকাতায় ব্যাঙ্কের ছুটি থাকবে।

১১ নভেম্বর: কনকদাসা জয়ন্তী / ওয়াঙ্গালা উৎসব। বেঙ্গালুরু ও শিলংয়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১২ নভেম্বর: দ্বিতীয় শনিবার

১৩ নভেম্বর: রবিবার

২০ নভেম্বর: রবিবার

২৩ নভেম্বর: সেং কুতসনেম। শিলংয়ে বন্ধ থাকছে ব্যাঙ্ক।

২৬ নভেম্বর: চতুর্থ শনিবার।

২৭ নভেম্বর: রবিবার