Gold: দেশের কোন রাজ্যের বাসিন্দারা সবথেকে বেশি সোনা কেনেন?
Gold: দেশের কর্নাটকের বাসিন্দারা সবথেকে বেশি সোনা বাড়িতে গচ্ছিত রাখেন। সেখানে প্রতি ১০০ টি পরিবারের ৩৮ টি পরিবারের হাতে সোনা রয়েছে।
সোনা (Gold) বা সোনার গয়না নিয়ে বাঙালি তথা ভারতীয়দের মধ্যে একটা আলাদা আগ্রহ রয়েছে। এমনকি ঘরে সোনা আনার জন্য ভারতে আলাদা পরবও রয়েছে। ধনেতরসে লক্ষ্মীদেবীর পুজোয় অনেকেই বাড়িতে সোনা, রুপোর গয়না নিয়ে আসেন। এছাড়াও সোনার গয়না কেনার জন্য বাঙালিদের মধ্যে শুধুমাত্র অজুহাতের দরকার পড়ে। বিবাহ অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন-সোনার গয়না তো অনুষ্ঠানে বাধ্যতামূলক। তাই প্রয়োজনে অপ্রয়োজনে কমবেশি সোনা কেনা হয়েই থাকে। আর এই সোনা কেনার বিষয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
এবার অনেকেই জরুরিকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দেশের একাধিক বাড়িতে সোনা মজুত থাকে। আবার অনেকেই সোনাতে বিনিয়োগ করেন এর থেকে ভাল রিটার্নের জন্য। এবার দেশের কোন রাজ্যের, কোন জেলার মানুষ বেশি হাতে সোনা রাখে সেটা কি আপনার জানা রয়েছে? দেশের কোন অংশের মানুষের হাতে সবথেকে বেশি সোনা রয়েছে তা জানতে সারা দেশের মানুষের পার্সোনাল ফিন্যান্সের একটি স্বাধীন সমীক্ষা চালিয়েছে মানি৯। সারা দেশের ৩১,৫১০ টি বাড়িতে এই সমীক্ষা করা হয়েছে। মানি৯-র এই সমীক্ষায় উঠে এসেছে, প্রতি ১০০ টি পরিবারের মধ্যে মাত্র ১৫ টি পরিবারের হাতে সোনা রয়েছে। অর্থাৎ বাইরে থেকে ভারতকে যতটা ধনী মনে হয় আদতে তা নয়।
তবে বাড়িতে সোনা গচ্ছিত রাখার ক্ষেত্রে শীর্ষে রয়েছে কর্নাটক। সেখানে প্রতি ১০০ টি পরিবারে মধ্যে ৩৮ টি পরিবারের হাতে সোনা রয়েছে। এদিকে এই তালিকায় সবচেয়ে নীচে রয়েছে বিহার। সেখানে প্রতি ১০০ টি পরিবারের মধ্যে মাত্র ১ টি পরিবারের হাতে সোনা রয়েছে। এবার একটু জেলার দিকে নজর দেওয়া যাক। জেলার মধ্যে প্রথম স্থানাধিকারী গুজরাটের সুরাট। সেখানে প্রতি ১০০ টি পরিবারের মধ্যে ৫১ টি পরিবারের হাতেই সোনা রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলা। এখানে প্রতি ১০০ টি পরিবারের মধ্যে ৪৬ টি পরিবার সোনা কিনে থাকে। তবে এই সমীক্ষায় সবথেকে উল্লেখযোগ্য হল, তালিকায় প্রথম ১০ টির মধ্যে নেই উত্তর ভারতের কোনও জেলার নাম। দেশের মধ্যে তালিকায় প্রথম দিকে রয়েছে দক্ষিণ ও পশ্চিম ভারতের জেলাগুলি। পরিবারের হাতে থাকা সোনার পরিমাণের যে তালিকা, তাতে প্রথম ১০ টি জেলার মধ্যে ৪ টি জেলা কর্নাটকে এবং ৩ টি জেলা মহারাষ্ট্রে অবস্থিত।