Balika Samriddhi Yojana: কন্যা সন্তানের জন্মে লক্ষ্মীলাভ! জেনে নিন এই সরকারি স্কিমের বিস্তারিত

Balika Samriddhi Yojana: কন্যা সন্তান হলে কেন্দ্রীয় সরকারে বালিকা সমৃ্দ্ধি যোজনরা সুবিধা পাওয়া যাবে। কন্যা সন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই মিলবে ৫০০ টাকা।

Balika Samriddhi Yojana: কন্যা সন্তানের জন্মে লক্ষ্মীলাভ! জেনে নিন এই সরকারি স্কিমের বিস্তারিত
ছবি সৌজন্যে: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2022 | 1:48 AM

যেকোনও সমাজে অগ্রগতিতে অন্যতম ভূমিকা পালন করেন নারীরা। তাই তাঁদের বেড়ে ওঠা, স্বাধীনতার দিকেও যথেষ্ট নজর রাখতে হয়। ইতিহাসের পাতায় লেখায় রয়েছে এই সমাজে নারীদের অবদান। সেই নারীদের কল্যাণে ১৯৯৭ সালের ২ অক্টোবর বালিকা সমৃদ্ধি যোজনা (Balika Samriddhi Yojana) প্রকল্প চালু করা হয়েছিল। কন্যা সন্তানদের অবস্থার উন্নতি এবং পরিবারে ও সমগ্র কমিউনিটিতে তাঁদের প্রতি একটি ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১৯৯৭ সালের ১৫ অগাস্ট কোনও পরিবারে কন্যা সন্তান জন্মালে দুটি সন্তান পর্যন্ত এই প্রকল্প প্রযোজ্য। তবে এই সুবিধা পাবেন দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারগুলি।

এই প্রকল্পের সুবিধা:

  • এই প্রকল্পের আওতায় ১৯৯৭ সালের ১৫ অগাস্ট বা তার পরে কোনও কন্যা সন্তান জন্ম নিলে তার জন্মানোর পর পরই অনুদান হিসেবে ৫০০ টাকা পাবে।
  • ১৯৯৭ সালের ১৫ অগাস্ট বা তার পরে যেসব কন্যা সন্তান জন্মেছে তারা স্কুলে পড়াশোনা করার সময়ে প্রতিবছর একটি বার্ষিক স্কলারশিপ পাবে।
  • স্কলারশিপের সেই টাকা সেই কন্যা সন্তানের নামে খোলা ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ঢুকে যাবে। কোন ব্যাঙ্কে বা পোস্ট অফিসে এই অ্য়াকাউন্ট খোলা হবে সেই সিদ্ধান্ত নেবে রাজ্য প্রশাসন বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনগুলি।
  • উচ্চ সুদের হার মেলে এমন অ্যাকাউন্টেই এই প্রকল্পের টাকা রাখা হবে। ১৮ বছরের আগে কোনও সুবিধাভোগী সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না।
  • আর সেই কিশোরীর ১৮ বছর বয়সে উত্তীর্ণ হওয়ার পর অবিবাহিত থাকলে এই টাকা তুলতে পারবেন। গ্রাম পঞ্চায়েত বা পুরসভাকে ওই কিশোরীকে একটি শংসাপত্র দিতে হবে যে সেই কিশোরীর বয়স ১৮ বছর হয়ে গিয়েছে এবং তিনি এখনও অবিবাহিত। এবং তারা ব্যাঙ্ক বা পোস্ট অফিসকে সে টাকা তোলার জন্য অনুমতি দেবে।
  • ১৮ বছরের আগে যদি কারোর বিয়ে হয় তাহলে বার্ষিক স্কলারশিপের সুবিধা আর সেই কন্যা পাবেন না।
  • ১৮ বছরের আগে কন্যা সন্তানের মৃত্যু হলে কর্তৃপক্ষ সেই কন্যার ভাগের টাকা বাকি সুবিধাভোগীদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কাজে লাগাবে।

বার্ষিক বৃত্তির পরিমাণ:

  • প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি অবধি প্রতি বছর মিলবে ৩০০ টাকা।
  • চতুর্থ শ্রেণিতে বার্ষিক মিলবে ৫০০ টাকা।
  • পঞ্চম শ্রেণিতে বার্ষিক বৃত্তির পরিমাণ ৬০০ টাকা।
  • ষষ্ঠ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত বার্ষিক বৃত্তির পরিমাণ ৭০০ টাকা।
  • অষ্টম শ্রেণিতে সেই টাকার পরিমাণ ৮০০ টাকা।
  • নবম থেকে দশম শ্রেণিতে বৃত্তির পরিমাণ ১০০০ টাকা।

কীভাবে আবেদন করবেন?

অনলাইনে বা অফলাইনে দুইভাবেই বালিকা সমৃদ্ধি যোজনার জন্য আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করার জন্য যেকোনোও অঙ্গনওয়াড়ি বা স্বাস্থ্য় পরিষেবা কেন্দ্র থেকে ফর্ম নিয়ে আসা যেতে পারে।