Meta India: মেটা ইন্ডিয়ার নতুন ভাইস প্রেসিডেন্ট সন্ধ্যা

Meta India: দু'দিন আগেই মেটা ইন্ডিয়ার প্রধান পদ থেকে অজিত মোহন ইস্তফা দিয়েছিলেন। আজ মেটা ইন্ডিয়ার নতুন ভাইস প্রেসিডেন্ট হলেন সন্ধ্যা দেবানাথন।

Meta India: মেটা ইন্ডিয়ার নতুন ভাইস প্রেসিডেন্ট সন্ধ্যা
ছবি সৌজন্যে: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2022 | 6:33 PM

অজিত মোহন (Ajit Mohan) ইস্তফা দেওয়ার একদিনের মধ্যেই ভারতে মেটা (Meta) প্রধানের পদে এলেন এক মহিলা, সন্ধ্যা দেবানাথন (Sandhya Devanathan)। বৃহস্পতিবারই সন্ধ্যা দেবানাথনকে ভারতে মেটা-র ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করেছে মেটা। গত ৬ বছর ধরে মেটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সন্ধ্যা দেবনাথনের হাত ধরে ভারতে ব্যবসায় অগ্রগতি ঘটবে বলে আশাবাদী মেটা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ-এর মূল প্ল্যাটফর্ম হল মেটা। ভারতে সমগ্র এই প্ল্যাটফর্মটির দায়িত্বে ছিলেন অজিত মোহন। গত ১৫ নভেম্বর ভারতে হোয়াটসঅ্যাপের প্রধান অভিজিৎ বসু এবং মেটা ইন্ডিয়ার পাবলিক পলিসির ডিরেক্টর পদে রাজীব আগরওয়াল ইস্তফা দেওয়ার একদিন পরই ইস্তফা দেন অজিত মোহন। এবার তাঁর জায়গাতেই এলেন সন্ধ্যা দেবানাথন।

ভারতে মেটা-র ভাইস প্রেসিডেন্ট হিসাবে সন্ধ্যা দেবানাথনকে নিয়োগের বিষয়টি জানিয়ে বিবৃতি দিয়েছেন মেটা-র চিফ বিজনেসল অফিসার মার্নে লেভিন। বিবৃতিতে তিনি বলেন, “ভারতের জন্য আমাদের নতুন নেত্রী হিসাবে সন্ধ্যাকে স্বাগত জানাতে পেরে আমি উৎফুল্ল। ব্যবসাকে শীর্ষ স্তরে নিয়ে যাওয়া সহ ব্যতিক্রমী এবং অন্তর্ভুক্তিমূলক টিম তৈরি, দৃঢ় অংশীদার তৈরি এবং চাহিদা অনুযায়ী পণ্য উদ্ভাবনের ট্র্যাক রেকর্ড সন্ধ্যার রয়েছে। ভারতে ব্যবসার উন্নতির জন্য আমরা মেটা-র দায়িত্ব তাঁকে দিতে পেরে রোমাঞ্চিত।”

উল্লেখ্য,বর্তমানে ভারতে প্রতিনিয়ত নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ফেসবুক, নরেন্দ্র মোদীর প্রশাসন বড়-বড় টেক কোম্পানিগুলির উপর নিয়ন্ত্রণকারী আইন কঠোর করছে। এছাড়া গত কয়েক বছরে বেশ কয়েকবার ভারতে ভুয়ো খবর ও ঘৃণ্য মন্তব্য ছড়ানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। এই পরিস্থিতিতে ভারতে মেটা-র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আসা সন্ধ্যা দেবানাথনের কাছে একটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্প্রতি, জোরকদমে কর্মী ছাঁটাই শুরু করেছে মেটা। এই পরিস্থিতিতে গত ১৫ নভেম্বর হঠাৎ করেই ভারতে হোয়াটসঅ্যাপ প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ বসু। একইসঙ্গে ভারতে মেটা ইন্ডিয়ার পাবলিক পলিসির ডিরেক্টর পদে ইস্তফা দিয়েছেন রাজীব আগরওয়াল। তারপরই ইস্তফা দেন মেটা ইন্ডিয়ার প্রধান অজিত মোহন। আপাতত রাজীব আগরওয়ালের দায়িত্বভার বর্তেছে ভারতে হোয়াটসঅ্যাপ পাবলিক পলিসির ডিরেক্টর শিবনাথ ঠুকরালের উপর। অভিজিৎ বসুর উত্তরসূরী শীঘ্রই খোঁজা হবে বলে জানিয়েছিল মেটা। যদিও এখনও পর্যন্ত তাঁর উত্তরসূরী আসেনি। তবে অজিত মোহনের ইস্তফার পরদিনই তাঁর জায়গায় নিয়ে আসা হল সন্ধ্যা দেবানাথনকে। তিনি ২০১৬ সাল থেকে মেটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন।