Post Office: পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলার আগে এই নিয়ম গুলি জানতেই হবে
Savings Account: টাকা সঞ্চয়ের জন্য পোস্ট অফিসের ওপর অনেকেই আস্থা রাখেন। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খোলার বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে।
কলকাতা: আয় থেকে সঞ্চয় করতে ভবিষ্যত সুরক্ষিত করতে সবাই অভ্যস্ত। সেই কারণে ব্যাঙ্ক, এলআইসি থেকে বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে সঞ্চয় করতে থাকেন। টাকা সঞ্চয়ের জন্য পোস্ট অফিসের ওপর অনেকেই আস্থা রাখেন। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খোলার বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। আয়কর আইনের ৮০টিএএ-র অধীনে সব ধরনের সঞ্চয়ে বার্ষিক ১০ হাজার টাকা অবধি সুদে কর ছাড় পাওয়া যায়। পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার আরও কয়েকটি দিক রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক…
- একক ভাবে কোনও প্রাপ্তবয়স্ক, যৌথভাবে কোনও প্রাপ্তবয়স্ক পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারেন। একজন নাবালক যাঁর বয়স কমপক্ষে ১০ বছর, তাঁর কোনও একজন অভিভাবককে সঙ্গে নিয়ে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারেন।
- এই মুহূর্তে পোস্টে অফিসের সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ৪ শতাংশ হারে সুদ মেলে। প্রত্যেক মাসের দশম শেষ দিনের ওপর ভিত্তি করে অ্যাকাউন্টে থাকা টাকার ওর সুদের হার নির্ধারিত হয়। অ্যাকাউন্টে যদি ৫০০ টাকার কম থাকে তবে, কোনও সুদ মিলবে না।
- অ্যাকাউন্টে কমপক্ষে ৫০০ টাকা থেকে জমা করা যাবে এবং সর্বনিম্ন ১০ থেকে শুরু করে টাকা তোলা যাবে। সর্বোচ্চ টাকা তোলার কোনও উর্ধ্বসীমা নেই। টাকা তুললে অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ৫০০ টাকা কম হয়ে যায়, তবে টাকা তোলা যাবে না।
- প্রত্যেক আর্থিক বছরের শেষে অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা থাকতে হবে নইলে ৫০ টাকা কেটে নেওয়া হবে। অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য হয়ে গেল স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
- একটানা ৩ টি আর্থিক বছর ধরে অ্যাকাউন্টে থেকে যদি কোনও টাকা লেনদেন না হয় তবে তবে অ্যাকাউন্টটিকে সাইলেন্ট অথবা ডমিন্যান্ট অ্যাকাউন্ট হিসেবে গণ্য করা হবে। পুনরায় এই অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কেওয়াইসি নথি জমা করতে হবে।
- পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে চেকবুক, এটিএম কার্ড, নেট ও মোবাইল ব্যাঙ্কিং, আধার পরিষেবা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মতো সুযোগ সুবিধাও মিলবে।