LIC Kanyadan Policy: কন্যাসন্তানের পড়াশোনা থেকে বিবাহ, দায়িত্ব নিচ্ছে এলআইসির এই প্ল্যান
LIC: কন্যাসন্তানের মা-বাবা তাঁদের মেয়ের জন্য এই পলিসির সুবিধা নিতে পারেন। সেক্ষেত্রে মেয়ের বয়স হতে হবে কমপক্ষে ১ বছর। যেখানে অভিভাবকের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
কন্যাসন্তানের ভবিষ্যৎকে আরও কিছুটা সুনিশ্চিত করতে হাত বাড়িয়ে দিয়েছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশ বা এলআইসির (LIC) কন্যাদান পলিসি। মূলত কন্যাসন্তানের লেখাপড়া ও বিবাহকালীন খরচের কথা মাথায় রেখে এই বিশেষ পলিসি এনেছে দেশের প্রধান রাষ্ট্রায়ত্ত্ব বিমা সংস্থা। কন্যাসন্তানের মা-বাবা তাঁদের মেয়ের জন্য এই পলিসির সুবিধা নিতে পারেন। সেক্ষেত্রে মেয়ের বয়স হতে হবে কমপক্ষে ১ বছর। যেখানে অভিভাবকের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
এলআইসি ২০২৩ কন্যাদান পলিসি একনজরে
১. যে কোনও ভারতীয় নাগরিক, এমনকী এনআরআইও তাঁর মেয়ের ভবিষ্যতের জন্য এই পলিসি নিতে পারেন।
২. মূলত ২৫ বছরের জন্য এই পলিসি।
৩. প্রতিদিন ১২১ টাকা করে বাঁচিয়ে মাসে ৩ হাজার ৬০০ টাকা প্রিমিয়াম দিলে, ২৫ বছর পর পেতে পারেন ২৭ লক্ষ টাকা। এক্ষেত্রে প্রিমিয়াম দিতে হবে ২২ বছর পর্যন্ত।
৪. কমপক্ষে ১ লক্ষ টাকা অবধি বিমা নিতে পারেন যে কেউ।
৫. উপভোক্তা যদি কোনও দুর্ঘটনায় মারা যান, এলআইসি আর্থিক সুবিধা দেবে পরিবারকে।
৬. স্বাভাবিক কোনও কারণে উপভোক্তা মারা গেলে এলআইসি ৫ লক্ষ টাকা অবধি দেবে পরিবারকে।
৭. চাইলে প্রতি মাসে কিংবা ত্রৈমাসিক, ষান্মাসিক বার্ষিক হিসাবেও প্রিমিয়াম দিতে পারবেন।
৮. পরপর তিন বছর প্রিমিয়াম জমা দিলে এবং পলিসি অ্যাক্টিভ থাকলে এই পলিসি থেকে লোন পাওয়ারও সুবিধা মিলতে পারে।
খেয়াল রাখতে হবে, এই পলিসি নিয়ে সবথেকে ভাল গাইড করতে পারবেন বিমা সংস্থার এজেন্ট। তাই পলিসি করতে চাইলে অবশ্যই তাঁর সঙ্গে বিস্তারিত কথা বলে এগোনো ভাল।